লা লিগার ক্লাবে খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া

বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ফুটবল আসর লা লিগায় খেলবেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জিদান মিয়া। চলতি মৌসুমে ইংল্যান্ডে জন্ম নেওয়া ২০ বছর বয়সী এ ফুটবলারকে দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাব রায়ো ভায়েকানো।

সামাজিকমাধ্যম টুইটারে এক টুইট করে জিদানের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মাদ্রিদভিত্তিক স্পোর্টস ম্যানেজম্যান্ট এজেন্সি অ্যান্থেম স্পোর্টস, 'প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমিতে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হয়। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।'

সংবাদটি নিশ্চিত করেছে জেনোভা স্পোর্টসও, 'প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর একাডেমিতে দুই মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পায় সে।'

ভায়োকানোর একাডেমিতে ভালো করেই নজরে আসেন জিদান। তবে এখনই ক্লাবটির মূল দলে সুযোগ মিলছে না তার। খেলবেন বি দলেই জানা গেছে। সেখানে স্কিল আরও বাড়ানোর কাজ চলবে তার। জিদানের এজেন্ট মরিস পানেইলো চুক্তির বিষয়ে কাজ করেছেন।

২০০১ সালের ৭ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন জিদান। ফুটবলের হাতেখড়িটা হয় ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যামের একাডেমিতে। সেখানে দুই বছর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। জুনিয়র ক্যারিয়ারে ইংল্যান্ড, ওয়েলস ছাড়াও খেলেছেন ডেনমার্ক, স্পেন, হংকং এবং থাইল্যান্ডে।

বাংলাদেশে না আসলেও এ দেশের খেলার ইচ্ছা রয়েছে জিদানের। এর আগে এক সাক্ষাৎকারে লাল-সবুজ জার্সি পরে খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Rohingya repatriation unlikely amid Myanmar’s civil war: foreign adviser

He highlights the 2017 mass exodus—prompted by brutal military crackdowns was the third major wave of Rohingyas fleeing Myanmar

9m ago