শুভ জন্মদিন মাইকেল

ছবি: মাইকেল জ্যাকসনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল বিক্রিত অ্যালবামের সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন। 'কিং অব পপ' বলা হয় তাকে।

আজ রোববার এই পপ সম্রাটের জন্মদিন।

১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের গ্যারি নামের এক গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮০'র দশকে মাইকেল জ্যাকসন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

মাইকেল জ্যাকসনের গাওয়া পাঁচটি সংগীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত। এগুলো হলো 'অব দ্য ওয়াল' (১৯৭৯), 'থ্রিলার' (১৯৮২), 'ব্যাড' (১৯৮৭), 'ডেঞ্জারাস' (১৯৯১) ও 'হিস্টরি' (১৯৯৫)।

তার 'থ্রিলার' অ্যালবামটি পৃথিবীর একমাত্র অ্যালবাম যেটি পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।

পপ সংগীত ও মিউজিক ভিডিওর ধারণা পাল্টে দিয়েছিলেন তিনি। গানের তালে নাচের কৌশল ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তার 'রোবট' ও 'মুনওয়াক' জনপ্রিয় নাচের মুদ্রা।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৪ সালে তিনি এক আসরে আটটি গ্র্যামি পুরস্কার অর্জন করে রেকর্ড গড়েছিলেন।

সংগীতের বাইরেও মাইকেলের ছিল রহস্যে ঘেরা জীবন। শৈশবে ভাই-বোনদের সঙ্গে দুরন্তপনা করেই তার সময় কাটে। কৌতুক তার খুবই পছন্দের ছিল। জনপ্রিয় কমেডি সিরিজ 'দ্য থ্রি স্টুজেস'র ভক্ত ছিলেন তিনি।

মাইকেল ব্যক্তি জীবনে খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না। কেউই পূর্বানুমতি ছাড়া তার বাড়িতে ঢুকতে পারত না। খুবই এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি।

সুন্দর এই পৃথিবীর প্রতি মায়া ছিল তার। তাই অমর হওয়ার রাস্তা খুঁজেছিলেন তিনি। এ জন্য বিশ্বের শীর্ষ চিকিৎসকদের নাগাল পাওয়ার চেষ্টা করতেন তিনি।

১৯৭৯ সালে মাইকেল জ্যাকসন তার প্রথম কসমেটিক অপারেশনটি করান। ব্যক্তিগত জীবনে ১৯৯৪ সালে সেই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার লিসা মেরি প্রিসলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৯৬ সালে তাদের দুজনার ছাড়াছাড়ি হয়।

এরপর ডিবোরাহ নামের এক নার্সকে বিয়ে করেন মাইকেল জ্যাকসন। কৃত্রিমভাবে সেই ঘর থেকে মাইকেলের প্রথম সন্তান প্রিন্স মাইকেল জ্যাকসন জন্মগ্রহণ করে ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে জন্ম নেয় মেয়ে প্যারিস মাইকেল জ্যাকসন। মাইকেলের সেই সংসারটিও ভেঙে যায় ১৯৯৯ সালে।

কিংবদন্তি শিল্পী মাইকেল জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুন ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

Comments

The Daily Star  | English

Political clashes, mob attacks leave 25 dead in July 2025: MSF

The report, based on news from 18 media outlets and verified by rights activists, also noted an alarming rise in mob attacks, recording 51 incidents last month

38m ago