প্রবাসী আয়

আগস্টেও প্রবাসী আয় কমেছে

গত মে মাসের পর থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ কমেছে। এর ধারাবাহিকতা বজায় ছিল আগস্ট মাসেও।

গত মে মাসের পর থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ কমেছে। এর ধারাবাহিকতা বজায় ছিল আগস্ট মাসেও।

জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার। এটা আগস্টে কমে হয়েছে ১ হাজার ৮১০ মিলিয়ন ডলার। আর গত বছরের আগস্টে দেশে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৯৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুলাই মাসেও প্রবাসী আয় নিম্নমুখী ছিল। জুলাইয়ে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার। তার আগের মাসে এটা ছিল ১ হাজার ৯৪১ মিলিয়ন ডলার। মে মাসে এ বছরের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১৭০ মিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংক আজ জানায়, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ৩ হাজার ৬৮২ মিলিয়ন ডলার। গত অর্থবছরে একই সময়ে আয় এসেছিল ৪ হাজার ৫৬২ মিলিয়ন ডলার।

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

51m ago