নির্বাচন

সিলেট-৩ উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ছবি: দ্বোহা চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।
আজ শনিবার সকাল ৮টায় সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ১৪৯টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
উচ্চ আদালতের আদেশে স্থগিত হওয়ার পর ৪ সেপ্টেম্বরকে ভোটগ্রহণের নতুন তারিখ হিসেবে ঘোষণা করা হয়।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার তিন লাখ ৫২ হাজার ভোটার ভোটপ্রদান করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি প্রার্থী আতিকুর রহমান আতিক, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী শফি আহমদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুর্বভাগ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুল মোমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল ৮টা ৫০ মিনিট পর্যন্ত ২৫ জন ভোট দিয়েছেন। ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি বুঝতে সমস্যা হচ্ছে অনেকের।'
এই কেন্দ্রটি শুধুমাত্র নারী ভোটারদের জন্য। এখানে ভোটার সংখ্যা ১ হাজার ৯৩২ জন।

সকাল ৯টায় হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মধুপসারী গ্রামের ভোটার সবুজ আহমেদ বলেন, 'এ সময় ভোটকেন্দ্রে প্রচুর ভোটার আসার কথা। বুঝতে পারছি না ভোটার নেই কেন।'
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, 'ভোটগ্রহণ শুরুর পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সব কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।'
 

Comments

The Daily Star  | English

Lightning strikes claim 7 lives in 4 districts

At least seven people died and nine others were injured in lightning strikes in Rangamati, Sylhet, Khagrachhari, and Cox’s Bazar districts today

25m ago