সালমান শাহ’র যে সিনেমায় নায়িকা হতে চান তারা

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্টাইলিস্ট নায়ক ছিলেন সালমান শাহ। আজ তার ২৫তম প্রয়াণ দিন।
সালমান শাহ। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্টাইলিস্ট নায়ক ছিলেন সালমান শাহ। আজ তার ২৫তম প্রয়াণ দিন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান তিনি।

মাত্র চার বছরে ২৭টি ছবিতে অভিনয় করেছিলেন এই নায়ক। তার অভিনীত প্রায় সবগুলো সিনেমাই সুপারহিট হয়েছিল।

সালমান শাহ অভিনীত সেই ২৭ সিনেমার মধ্যে থেকে কয়েকটি সিনেমা বেছে নিতে বলা হয়েছিল এই সময়ের আলোচিত কয়েকজন চিত্র নায়িকাকে। যে সিনেমাগুলোয় তারা সালমান শাহের নায়িকা হতে চান।

মাহিয়া মাহি। ছবি: স্টার

চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সালমান শাহ আমার সব সময়ের পছন্দের নায়ক। তার সিনেমা টেলিভিশনে প্রচারিত হলে এখনো দেখতে বসে যাই। এক যুগে এমন নায়ক একবারই আসেন।'

সালমান শাহকে একটা আবেগের নাম হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমাকে যদি বলা হয় সালমান শাহ অভিনীত কোন সিনেমায় অভিনয় করবো তাহলে শিবলী সাদিক পরিচালিত "আনন্দ অশ্রু" প্রথমে থাকবে। এরপর থাকবে "দোলা" ও "তুমি আমার" সিনেমার নাম। এই সিনেমাগুলোতে সালমান শাহের নায়িকা হতে পারলে ভালো লাগতো।'

ববি। ছবি: স্টার

অভিনেত্রী ববি ডেইলি স্টারকে বলেন, 'আমি সালমান শাহ ও মৌসুমী আপু অভিনীত এবং সোহানুর রহমান সোহান পরিচালিত "কেয়ামত থেকে কেয়ামত" সিনেমায় অভিনয় করতে চাই। এরপর রয়েছে "জীবন সংসার", "আনন্দ অশ্রু", "সুজন সখী" ও "স্বপ্নের ঠিকানা"।'

বিদ্যা সিনহা মিম। ছবি: স্টার

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ডেইলি স্টারকে বলেন, 'কথাটা শুনেই স্বপ্ন স্বপ্ন লাগছে আমার কাছে। মনে হচ্ছে বিষয়টা আমার জন্য সত্যি হয়ে উঠবে একদিন। এমন যদি আসলে হয় তাহলে অমর নায়ক সালমান শাহের বিপরীতে শাবনূর অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত "জীবন সংসার" সিনেমায় অভিনয় করতে চাইব। এরপর "কেয়ামত থেকে কেয়ামত", "আনন্দ অশ্রু"-তে নায়িকার চরিত্রে অভিনয় করতে চাইবো।'

শবনম বুবলী। ছবি: স্টার

অভিনেত্রী শবনম বুবলী ডেইলি স্টারকে বলেন, 'সালমান শাহ আমার অনেক পছন্দের একজন নায়ক। তিনি ভীষণ স্মার্ট, স্টাইলিশ, ফ্যাশনেবল ও ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন। প্রায় ২৫ বছর আগেই এখনকার সব ফ্যাশন আর স্টাইল করে গেছেন তিনি। অনেক আপডেটেড ছিলেন।'

'আমি তার চারটি ছবির নায়িকা হতে চাই। তালিকার প্রথমে থাকবে শাবনূর অভিনীত ও মতিন রহমান পরিচালিত "তোমাকে চাই"। এরপর থাকবে "সুজন সখি", "কেয়ামত থেকে কেয়ামত" এবং "স্বপ্নের পৃথিবী"।'

পূজা চেরী। ছবি: স্টার

অভিনেত্রী পূজা চেরী ডেইলি স্টারকে বলেন, 'সালমান শাহ-শাবনূর জুটি আমার অনেক পছন্দের। তাদের অভিনীত সব সিনেমা দেখেছি। অনেকবার দেখা হয়েছে সিনেমাগুলো। আমি সালমান শাহ অভিনীত যে সিনেমায় নায়িকা হতে চাই তার প্রথমে থাকবে "জীবন সংসার"।  অন্যগুলো হলো "আনন্দ অশ্রু", "কেয়ামত থেকে কেয়ামত" ও "অন্তরে অন্তরে"।'

চলচ্চিত্রে সালমান শাহের অভিষেক হয়েছিল ১৯৯৩ সালে মৌসুমী অভিনীত ও সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' সিনেমা দিয়ে। তারপর মৌসুমীর সঙ্গে জুটি হয়ে 'অন্তরে অন্তরে', 'দেনমোহর' ও 'স্নেহ' সিনেমায় অভিনয় করেছেন।

১৯৯৪ সালে সালমান শাহ-শাবনূর প্রথম জুটি হন জহিরুল হক পরিচালিত 'তুমি আমার' ছবিতে। এরপর একে একে 'সুজন সখী', 'বিক্ষোভ', 'স্বপ্নের ঠিকানা', 'মহামিলন', 'বিচার হবে', 'তোমাকে চাই', 'স্বপ্নের পৃথিবী', 'জীবন সংসার', 'চাওয়া থেকে পাওয়া', 'প্রেম পিয়াসী', 'স্বপ্নের নায়ক', 'আনন্দ অশ্রু', 'বুকের ভিতর আগুন'-এ অভিনয় করেন।

সালমান শাহ অভিনীত অন্য সিনেমাগুলো হলো- জীবন রহমান পরিচালিত 'প্রেম যুদ্ধ', দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত 'কন্যাদান', হাফিজ উদ্দিন পরিচালিত 'আঞ্জুমান', মালেক আফসারী পরিচালিত 'এই ঘর এই সংসার' ইত্যাদি।

এ ছাড়াও রয়েছে 'আশা ভালোবাসা', 'শুধু তুমি' ও 'স্বপ্নের ঠিকানা'।

Comments

The Daily Star  | English

Govt servants must submit wealth statements by November

Government servants will need to submit their wealth statements every year, instead of every five years as they were previously required

51m ago