বেনাপোলে আটকে আছে রপ্তানিপণ্য বোঝাই ৭০০ ট্রাক

রপ্তানিপণ্য বোঝাই ট্রাক। ছবি: সংগৃহীত

বেনাপোলে বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে স্থান সংকট দেখা দেওয়ায় বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানিতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।

আজ মঙ্গলবার বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় অন্তত ৭০০ রপ্তানি পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। ফলে বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট।

ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ভারতের পেট্রাপোল বন্দরে ইচ্ছে করেই স্থান সংকট সৃষ্টি করা হয়েছে। ভারত প্রতিদিন বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রপ্তানি করলেও বাংলাদেশি পণ্য নেওয়ার ক্ষেত্রে তারা বরাবরই প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

তারা আরও জানান, গত দুদিন ধরে অন্তত ৭০০ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে অপেক্ষা করছে। ভারত প্রতিদিন মাত্র ১৫০ ট্রাক পণ্য গ্রহণ করছে। কিন্তু এই বন্দর দিয়ে ভারত বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রপ্তানি করছে প্রতিদিন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, 'বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর সয়াবিন স্ট্রাকশন, চাউলের ভুষি রপ্তানি হচ্ছে ভারতে। ফলে প্রতিদিন সয়াবিন স্ট্রাকশন ও চাউলের ভুষি বোঝাই প্রায় ৩০০ ট্রাক ভারতে রপ্তানির জন্য বেনাপোল বন্দরে আসছে। কিন্তু ভারত প্রতিদিন নিচ্ছে মাত্র ১৫০ ট্রাক রপ্তানি পণ্য। এই কারণেই এত ট্রাক বেনাপোলে আটকে থাকছে।'

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, 'আজ মঙ্গলবার ভারতে রপ্তানির অপেক্ষায় ৭০০ ট্রাক পণ্য রয়েছে বেনাপোল বন্দর এলাকায়। বিষয়টি সমাধানের জন্য আগামী সোমবার দুদেশের কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট নেতৃবৃন্দের সমন্বয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। যতদ্রুত সম্ভব এ ধরনের সমস্যার সমাধান করা হবে।'

'গত বছরের তুলনায় এ বছর চার গুন বেশি বাংলাদেশি পণ্য রপ্তানি হচ্ছে ভারতে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago