গারো-খাসিয়া ও বনবিভাগের বিরোধ নিষ্পত্তিতে সমাবেশ

‘কাউকে পেছনে ফেলে এসডিজি অর্জন সম্ভব নয়’

আয়োজিত সম্প্রীতি সমাবেশ। ছবি: সংগৃহীত

কাউকে পেছনে ফেলেই এসডিজি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সামাজিক বনায়নকে ঘিরে গারো-খাসিয়া ও বনবিভাগসহ উপকারভোগীদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আজ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মীর নাহিদ বলেন, 'এসডিজি অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সমাজের কাউকে পেছনে ফেলে রাখা যাবে না।'

তিনি বলেন, 'প্রাকৃতিক বনের ভেতর সামাজিক বনায়ন হতে পারে না। কিন্তু, যেখানে খালি জায়গা আছে, সেখানে সামাজিক বনায়ন হবে।'

বনবিভাগের পক্ষ থেকে বলা হয়, সরকার 'সিলেট বনবিভাগে পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন' নামে প্রকল্প গ্রহণ করেছে। যার কার্যক্রম শুরু হবে।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বনের সঙ্গে যাদের আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, তারা কখনো বন ধ্বংস করতে পারে না। আর্থিক সম্পর্ক যখন জোরদার হয়, তখন বিরোধ সৃষ্টি হয়। আগে এখানে বাঁশ মহাল ছিল, সরকার রাজস্ব পেত। যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলবেন, রাষ্ট্র আপনাদের পাশে থাকবে। তবে, অবশ্যই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম কাওছার দস্তগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এমএ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, বনবিভাগের পক্ষে রেঞ্জ অফিসার রিয়াজ উদ্দিন, খাসিয়াদের পক্ষে ফ্লোরা বাবলী তালাং ও উপকারভোগীদের পক্ষে হারিছ আলী প্রমুখ।

Comments

The Daily Star  | English

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

10m ago