কুবিতে তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা চলছে

করোনা মহামারির মধ্যে তৃতীয়বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা চলছে। ৯ সেপ্টেম্বর ২০২১। ছবি: স্টার

করোনা মহামারির মধ্যে তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

পরীক্ষানিয়ন্ত্রক মো. নুরুল করীম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ১১টি ডিপার্টমেন্টের পরীক্ষা হচ্ছে। এর মধ্যে স্নাতকের ৫টি ও স্নাতকোত্তরের ৬টি পরীক্ষা রয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা ২৮টি সেমিস্টারের রুটিন প্রকাশ করেছি। এর মধ্যে স্নাতকের ১৩টি এবং স্নাতকোত্তরের ১৫টি রয়েছে।'

গতকাল বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষাকে কেন্দ্র করে স্বাস্থ্য সুরক্ষার জন্য বাধ্যতামূলক মাস্ক পরিধান, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, সামাজিক দূরত্ব বজায় রাখা, ক্যাম্পাসে আড্ডা বা গণজমায়েত না করাসহ ৭টি নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর সেই বছরের ২০ ডিসেম্বর ও চলতি বছরের ১৩ জুন থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হলেও আবার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago