আমি এই দিনটার স্বপ্ন দেখতাম: মেসি

মহামারি করোনাভাইরাস বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি আঘাত হেনেছে তার মধ্যে আর্জেন্টিনা অন্যতম। দেশটিতে মৃত্যু সংখ্যাই ১ লাখ ১৩ হাজারের বেশি। লম্বা সময় লকডাউনসহ জরুরী অবস্থা জারি ছিল দেশটিতে। তবে অবশেষে সে ধাক্কা অনেকটাই সামলে নিয়েছে তারা। এমনকি শুক্রবার উন্মুক্ত স্টেডিয়ামে দর্শকের উপস্থিতিতে ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। তাতে আবেগে চোখের জল আটকে রাখতে পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

যদিও এখনও সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়নি স্টেডিয়াম। তবুও শুক্রবার স্তাদিও মনুমেন্তালে এদিন ২১ হাজার দর্শক উপস্থিত ছিল। তাদের সামনেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের তিনটি গোলই করে নিজের হ্যাটট্রিক পূরণ করেছেন মেসি। কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ল্যাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন। কিন্তু এসব কিছুর চেয়ে নিজের দেশকে সুস্থ দেখে বেশি আনন্দিত হয়েছেন মেসি।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বোলার সময় আবেগ ধরে রাখতে পারেননি মেসি। অশ্রুসিক্ত নয়নে বলেন, 'আমি অনেক দিন থেকে এই দিনটির স্বপ্ন দেখছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে এটা তিনি আমাকে দিয়েছেন।'

এদিন মাঠে উপস্থিত ছিলেন মেসির মা বাবাসহ পুরো পরিবার। করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবের সময়ে কঠিন সময় কাটাতে হয়েছে তার পরিবারেরও। নিজ পরিবারের সামনে তাই আর্জেন্টিনার হয়ে অনন্য কীর্তি গড়ার দিনে স্বাভাবিকভাবেই দারুণ খুশি এ পিএসজি তারকা, 'আমার মা ও ভাইও এই প্লাটফর্মে ছিল। তারাও অনেক সংগ্রাম করেছে। সবমিলিয়ে আমি খুব খুশি।'

মাস দুই আগে কোপা আমেরিকা জয় করেছিল আর্জেন্টিনা। কিন্তু তখন নিজের দেশের দর্শকরা তা মাঠে বসে উপভোগ করতে পারেনি। এদিন কোপার সেই ট্রফি মাঠে এনে দর্শকদের সামনে আরও একবার উল্লাসে মাতেন মেসিরা।

কোপা জয়ের উচ্ছ্বাস আরও একবার প্রকাশ করে বলেন, 'এটা বিশেষ এক মুহূর্ত ছিল কারণ যেভাবে এবং যতো প্রতীক্ষার পর এটা এসেছে। এরচেয়ে ভালো কিছুই হতে পারতো না। এটা নিয়ে এখানে উদযাপন করতে পাড়া সত্যিই অসাধারণ।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago