বাংলাদেশ-যুক্তরাজ্যের ৪র্থ কৌশলগত সংলাপ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সরকারের মধ্যে চতুর্থ বারের মতো বার্ষিক কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) এই সংলাপ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংলাপে যুক্তরাজ্যের পক্ষে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন কেসিএমজি ওবিইে এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নেতৃত্বে দেন।

‍বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিসে (এফসিডিও) এর দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী উইম্বলডনের লর্ড তারেক আহমেদ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে স্বাগত জানান।

লর্ড তারেক আহমদ বলেন, ' আমরা দুদেশের মধ্যেকার দৃঢ় সম্পর্ক নিয়ে কথা বলেছি। উভয়েই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আমাদের দুদেশের মধ্যে বাণিজ্যকে আরও শক্তিশালী করার সুযোগ নিয়ে আলোচনা করেছি।'

সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু, বাণিজ্য, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কার্যকর মতবিনিময় হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English

‘Former anti-fascist allies now using autocratic tactics to block BNP’

Tarique says rivals fear party’s win, urges politics to be settled through votes

1h ago