'গত তিন সিরিজে ভালো খেলেছে বলেই জিতেছে বাংলাদেশ'

ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের সফরে সিরিজ জেতার পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। যদিও ভিন্ন চরিত্রের উইকেটে বিশ্বকাপ সামনে থাকায় ঘরের মাটিতে মন্থর ও অতি টার্নিং পিচ বানিয়ে অজি ও কিউইদের বিপক্ষে পাওয়া জয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করছেন, ভালো ক্রিকেট খেলেছেন বলেই গত তিন সিরিজের সবকটিতে জিতেছেন তারা।

গত জুলাইতে জিম্বাবুয়ের মাটিতে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। পরের মাসে নিজেদের মাঠে সহায়ক উইকেটে তারা অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো এই সংস্করণে সিরিজ হারায় ৪-১ ব্যবধানে। এরপর সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ নিয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তারা সিরিজ ঘরে তুলেছে ৩-২ ব্যবধানে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের উইকেটের চরিত্র ছিল ভিন্ন। কিন্তু ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা পারেনি চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে জিততে। অনভিজ্ঞ ও আনকোরাদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের ৫ উইকেটে ১৬১ রানের জবাবে তারা ১৩৪ রান করতে পারে ৮ উইকেট খুইয়ে। এতে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির ব্যাপারে ওঠা প্রশ্নগুলো আরও সজোরে কড়া নেড়েছে।

ম্যাচের পর অবশ্য নিজেদের সাম্প্রতিক ফলগুলো নিয়ে সন্তুষ্টি ঝরেছে মাহমুদউল্লাহর কণ্ঠে, 'গত তিন সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। যে কারণে সবকয়টিই জিততে পেরেছি। এটা বড় একটা বুস্ট। আশা করি, যখন আমরা বিশ্বকাপে যাবো, তখন সেখানেও জিততে পারব।'

লক্ষ্য তাড়ায় শুরুতে ও শেষে হতাশ করে বাংলাদেশ। এক আফিফ হোসেন ছাড়া আর কেউই ব্যাট হাতে লড়াইয়ের মানসিকতা দেখাতে পারেননি। ম্যাচে দলের ব্যাটসম্যান ও বোলারদের পারফরম্যান্স নিয়ে স্বাগতিক অধিনায়কের বিশ্লেষণ এমন, 'আজকেও জিততে চেয়েছিলাম আমরা। কিন্তু নিউজিল্যান্ড সত্যিই ভালো ব্যাটিং করেছে। আমরা রান তাড়ায় ভালো করিনি। তবে সিরিজ জিততে পেরে খুশি। আমি মনে করি, বোলাররা ভালোই করেছে। তবে শেষটা ভালো হয়নি। স্পিনাররা দারুণ বোলিং করেছে। শরিফুল (ইসলাম) শুরুতে ২ উইকেট নিয়ে আমাদের মোমেন্টাম এনে দিয়েছে।'

Comments

The Daily Star  | English

Govt looking to defuse trade tensions with India

Bangladesh does not want any further escalation in tension with India as the recent retaliatory moves are affecting bilateral trade and both countries’ businesses.

1h ago