টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ দলের স্কোয়াড

t20 wolrd cup logo

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য ১০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিল আইসিসি। এরমধ্যে অংশ নেওয়া সবগুলোই দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। 

বিশ্বকাপ জন্য মূল ভেন্যুতে দলগুলোতে গিয়েই করতে হবে ৫ দিনের কোয়ারেন্টিন। এই কোয়ারেন্টিন পিরিয়ডের আগ পর্যন্ত ইনজুরি ছাড়াও স্কোয়াডে বদল আনার সুযোগ আছে।

আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

দেখে যাক কোন দেশের স্কোয়াড কেমন হলো- 

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। 

রিজার্ভ বেঞ্চ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, রবীচন্দ্রন অশ্বিন, আক্সার প্যাটেল, ইশান কিশান, রাহুল চাহার, বরুণ চক্রবর্তী।

রিজার্ভ বেঞ্চ- শার্দুল ঠাকুর, দীপক চাহার, শ্রেয়াস আইয়ার। 

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, আজম খান, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান,  মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়াইব মাকসুদ।

রিজার্ভ ক্রিকেটার: ফখর জামান, শাহনেওয়াজ ধাহানি, উসমান কাদির। (অতিরিক্ত হিসেবে দলের সঙ্গে ভ্রমণ করবেন)

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।

অতিরিক্ত: ড্যান ক্রিস্টিয়ান, ন্যাথান এলিস, ড্যানিয়েল স্যামস। (দলের সঙ্গেই থাকবেন তারা)

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে দল:  ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, ড্যারেল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টড অ্যাস্টল, ইশ সোধি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেন, টিম সাউদি, অ্যাডাম মিলনে (চোট সাপেক্ষে বাড়তি সদস্য)।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, বিয়র্ন ফরচুইন ও কেশব মহারাজ।

রিজার্ভ: জর্জ লিন্ডে, আন্দিল ফেলুকওয়ায়ো ও লিজাড উইলিয়ামস।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কুসল পেরেরা, আবিস্কা ফার্নেন্দো, বানুকা রাজাপাক্ষে, চারিথা আসালাঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, মহেশ থিকশানা, দীনেশ চান্দিমাল, প্রবীন জয়াবিক্রমা, কামিন্দু মেন্ডসি, বিনুরা ফার্নেন্দো, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, লাহিরু মাধুশঙ্কা, পুলিনা থারাঙ্গা। (পরবর্তীতে তিনজন কমানো হবে) 

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ  দল: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশান টমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ট্রাভেলিং রিজার্ভ: ড্যারেন ব্র্যাভো, শেলডন কোটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।

আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল:  রশিদ খান, মোহাম্মদ শাহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত, হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, গুলাবদিন নাইব, নাভিন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, মোহাম্মদ নবী (অধিনায়ক), শরাফউদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, দৌলত জাদরান, হাশমতউল্লাহ শহিদি, শাপুর জাদরান, মুজিব উর রহমান, কাইস আহমেদ। (পরবর্তীতে ৩ জন কমানো হবে)

রিজার্ভ: আফসার জাজাই, ফরিদ আহমাদ।

ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ  দল: ওয়েন মরগ্যান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডাভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

রিজার্ভ: টম কারান, লিয়াম ডসন ও জেমস ভিন্স।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, শেন গেটকেট, গ্রাহাম কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও'ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

ওমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহ-অধিনায়ক), জাতিন্দার সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌর, নেস্তর ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট, খুররাম খান।

স্কটল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: কাইল কোয়ের্টজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন (সহ-অধিনায়ক), ডিলান বাজ, ম্যাথু ক্রস (উইকেট-কিপার) , জশ ড্যাভি, আলসাদির ইভান্স, ক্রিস গ্রেইভস, ওলি হ্যারিস, মিচেল লিস্ক, কালুম ম্যাকলিওড, জর্জ মুনসে, সায়ইয়ান শরিফ, ক্রিস সোল, হামজা তাহির, ক্রেইগ ওয়ালেস (উইকেট-কিপার), মার্ক ওয়াট, ব্রেড হোয়েল।  

পাপুয়া নিউগিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: আসাদ ভালা (অধিনায়ক), চার্সস আমিনি লেগা সিকা, নরমান ভানুয়া, নসাইনা পকানা, কিপলিং দরিগা, টনি উরা, গাউদি টুকা, সেসে বাউ, ডমিয়েন রাভুম কাবুয়া ভাজি মরেয়া, সুমন আতাই, জেসন কিলা, চাঁদ সপার, জ্যাক গার্ডনার।

নেদারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: পিটার সিলার (অধিনায়ক), কলিন আকুরমান, ফিলিপ বসিবেইন, বেন চপার, বেস দে লিড, স্কত এডওয়ার্ড, বেরন গ্লোভার, স্টিফেন মাইবার্গ, ম্যাক ওদাউদ, রায়ান টেন ডসেট, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডের গুটেন, রলেগ ভ্যান ডার মারউই, পল ভ্যান মিকরেন, 

রিজার্ভ-  টবাইস ভিসে, শেন স্নাটের।

দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago