নিরাপত্তাজনিত কারণে বাতিল নিউজিল্যান্ডের পাকিস্তান সফর

পৃথক পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ছবি: টুইটার

নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে গোটা পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ব্ল্যাকক্যাপসদের। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর দিনে আচমকা এসেছে সফর বাতিলের ঘোষণা।

শুক্রবার পৃথক পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ইতোমধ্যে পাকিস্তান ছাড়ার প্রস্তুতি শুরু করেছে সফরকারী কিউইরা।

এনজেডসি বলেছে, নিউজিল্যান্ড সরকার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করায় এবং বোর্ডের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, 'পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য লাহোরে যাওয়ার আগে এদিন রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের সঙ্গে খেলার কথা ছিল দলের। কিন্তু নিউজিল্যান্ড সরকারের নিরাপত্তার জন্য হুমকির মাত্রায় পাকিস্তানের উপরের দিকে উঠে আসা এবং বোর্ডের নিরাপত্তা উপদেষ্টারা পরামর্শ দেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ব্ল্যাকক্যাপসরা এই সফর চালিয়ে যাবে না। দলের দেশে ফেরার জন্য এখন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক পাকিস্তানের। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে খেলা মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।

কিন্তু নির্ধারিত সূচিতে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, টসের সময় পেরিয়ে গেলেও দুই দল মাঠে পৌঁছায়নি। পিন্ডি স্টেডিয়ামে নেই কোনো দর্শকের উপস্থিতিও। খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও হোটেলে অবস্থান করতে বলা হয়েছে এবং বাইরে বের হয়ে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। এরপর অল্প সময়ের মধ্যে নিরাপত্তা শঙ্কায় পুরো সিরিজ বাতিলের সিদ্ধান্ত এসেছে।

হুট করে না খেলা পিসিবির জন্য বড় ক্ষতির কারণ হলেও সফর বাতিলের বিকল্প দেখছেন না এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট, 'আমি বুঝতে পারছি, এটা পিসিবির জন্য বড় একটি ধাক্কা, যারা আয়োজক হিসেবে দারুণ করেছে। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, এটাই একমাত্র সমাধান।'

নিরাপত্তা হুমকি এবং দলের পাকিস্তান ছাড়ার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করবে না বলেও বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

Comments

The Daily Star  | English
Bangladesh to loosen interest rate on IMF prescription

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

4h ago