ক্রিকেট

'পাকিস্তানে অবস্থান করার কোনো উপায় ছিল না'

'সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি'র প্রেক্ষিতে পাকিস্তান সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ডেভিড হোয়াইট।
ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট

'সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি'র প্রেক্ষিতে পাকিস্তান সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ডেভিড হোয়াইট। নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী আরও বলেছেন, এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না তাদের।

সফরকারী নিউজিল্যান্ডের উপর কী ধরনের নিরাপত্তা হুমকি ছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি হোয়াইট। রবিবার এনজেডসির অফিসিয়াল ওয়েবসাইটকে তিনি বলেছেন, 'আমি যা বলতে পারি তা হলো, আমাদেরকে জানানো হয়েছিল যে, (আমাদের) দলের উপর একটি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা নিউজিল্যান্ডের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার আলাপ করেছি। আর পিসিবিকে আমাদের অবস্থান জানানোর পর আমরা জানতে পেরেছি যে, সংশ্লিষ্ট (দুই দেশের) প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছিল।'

গত শুক্রবার গোটা সফর বাতিলের পর এদিন ভোরে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান ছেড়ে দুবাইতে পৌঁছেছে কিউইরা। খেলোয়াড়-কর্মকর্তাসহ ৩৪ জনের বহর সেখানে হোটেলে ২৪ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকবে। এরপর কয়েকজন ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সেখানেই থেকে যাবে। বাকি সদস্যরা আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে নিজ নিজ বাড়িতে ফিরে যাবে।

নিউজিল্যান্ড সরকারের সতর্ক বার্তার পর বোর্ডের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শে সফর বাতিল করা হয়। হোয়াইটের মতে, অন্য কোনো উপায় ছিল না তাদের, 'দুর্ভাগ্যবশত, আমরা যে সতর্ক বার্তা পেয়েছি, তাতে আমাদের ওই দেশে (পাকিস্তানে) অবস্থান করার কোনো উপায় ছিল না।'

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল তাদের। গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দলের প্রথম ওয়ানডে। কিন্তু সকাল থেকেই বদলে যেতে থাকে পরিস্থিতি। হোয়াইট তুলে ধরেছেন সেই অভিজ্ঞতা, 'শুক্রবার (আচমকা) সবকিছু বদলে গেল। (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক) আমাদেরকে দেওয়া পরামর্শ বদলে গেল, হুমকির মাত্রা বদলে গেল (বৃদ্ধি পেল) এবং ফলস্বরূপ, আমাদের পক্ষে একমাত্র যে দায়িত্বশীল পদক্ষেপটি নেওয়া সম্ভব ছিল, সেটাই আমরা নিয়েছি।'

ব্ল্যাকক্যাপসরা যাতে নিরাপদে পাকিস্তান ছাড়তে পারে সেই ব্যবস্থা করায় পিসিবির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন হোয়াইট, 'আমরা উপলব্ধি করছি যে, এটা পিসিবির জন্য একটি ভয়ঙ্কর কঠিন সময় ছিল এবং আমরা (পিসিবির) প্রধান নির্বাহী ওয়াসিম খান ও তার লোকদের তাদের পেশাদারিত্ব ও যত্নের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।'
 

Comments

The Daily Star  | English

Bangladesh Bank hikes policy rate by 50 basis points to 8.5%

Bangladesh Bank today raised the policy rate by 50 basis points to 8.5 percent to bring down the runaway inflation

1h ago