নেতৃত্বে থাকলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে ২০২৩ বিশ্বকাপ খেলবেন তামিম

রোববার রাতে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ হাজির হয়ে এমন মত দিয়েছেন তামিম।
Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

ঘরের মাঠে নিয়মিত ম্যাচ বা সিরিজ জেতা, ঘরের বাইরে মাঝেমাঝে সাফল্য। বাংলাদেশের ওয়ানডের খতিয়ান এখনো মাঝারি। চার সিনিয়র ক্রিকেটারের ব্যক্তিগত বেশ কিছু সাফল্য থাকলেও বড় আসরে এখনো দল হিসেবে বড় কিছু করতে পারেনি বাংলাদেশ। তবে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকলে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে খেলতে যাওয়ার কথা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

রোববার রাতে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ডের শো 'চিলিং উইথ রাসেল'-এ হাজির হয়ে এমন মত দিয়েছেন তামিম। তামিম ও রাসেলের সঙ্গে অনলাইন আড্ডায় উপস্থিত ছিলেন সাবেক লঙ্কান অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ফারভিজ মাহরুফ।

এদিন কথা প্রসঙ্গে নিজের ক্যারিয়ারের আলাপের সঙ্গে বাংলাদেশ দলকে নিয়ে বড় স্বপ্নের কথা জানান তামিম। তার মতে সিনিয়ররা মিলে অনেকদিন ধরে খেললেও বড় সাফল্য এখনো অধরা,  'আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের পাওয়ার বাকি আছে অনেক কিছু। আমার এখন ৩২-৩৩, আরও বছর পাঁচেক আছে ভালোভাবেই। ওয়ানডে দলের নেতৃত্বে আছি। আমি, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ আমরা অনেক বছর ধরে খেলছি কিন্তু বড় কিছু অর্জন করতে পারিনি। ম্যাচ বা সিরিজ জিতেছি। আইসিসি ইভেন্টে কিছু জেতা হয়নি।'

২০২৩ বিশ্বকাপে তামিমের বয়স হবে ৩৫, সাকিব ও মুশফিকের ৩৬, মাহমুদউল্লাহ পড়বেন ৩৮ বছরে। এই কজনের অভিজ্ঞতা আর বাকি তরুণদের সমন্বয়ে বড় কিছুর আশায় তামিম,  'আমি মনে করি ২০২৩ বিশ্বকাপে আমাদের দারুণ সুযোগ। আমরা সবাই ক্যারিয়ারের গোধূলি লগ্নে আছি। হয়ত তিন-চার বা পাঁচ বছর আছে। কাজেই এমন কিছু করে ক্যারিয়ার শেষ করতে চাই যাতে সবাই আমাদের মনে রাখে। আমাদের চারজনের অভিজ্ঞতা আর তরুণদের মিলিয়ে অবশ্যই সুযোগ আছে।'

১৯৯৯ থেকে ৬টি ওয়ানডে বিশ্বকাপ খেললেও এক আসরে তিনটির বেশি ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। কিন্তু পরের বিশ্বকাপে নেতৃত্ব নিয়ে গেলে একদম চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দেবেন ওয়ানডে অধিনায়ক,   'প্রতিটি বিশ্বকাপের আগে বিভিন্ন অধিনায়করা বলেছেন ভালো করতে চাই বা সেমিফাইনাল পর্যন্ত যেতে চাই। কিন্তু আমি যদি ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকি তাহলে ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাব যে শিরোপা জিততে এসেছি। শুধু লড়াই নয়, চাইব কাপ জিততে।'

তামিম কথা বলেছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। নিজে থেকেই বিশ্বকাপ দল থেকে সরে যাওয়া এই ওপেনারের মতে জিতলেও উইকেট অনুযায়ী বাংলাদেশের প্রস্তুতি আদর্শ হয়নি,  'আমরা বড়গুলোর বিপক্ষে ম্যাচ জিতেছি কিন্তু আদর্শ হতো যদি স্পোর্টিং উইকেটে খেলা হতো। কারণ বিশ্বকাপে ভিন্ন কিছু অপেক্ষা করছে।'

'আমি একমত ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তবে এত বড় একটা টুর্নামেন্টের আগে সেখানে যেমন উইকেটে খেলা হবে তেমন উইকেটে খেলা উচিত ছিল।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

51m ago