লিভারপুল-চেলসি সমানে সমান

ইংলিশ প্রিমিয়ার লিগে এবার লড়াইটা শুরু থেকেই দারুণ জমে উঠেছে। বিশেষকরে এক মৌসুম আগের চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসির মধ্যে লড়াইটা যেন কপি-কাট-পেস্টের প্রতিচ্ছবি। এক দল যে ব্যবধানে জয় পাচ্ছে, অন্য দলটিই ঠিক একই ব্যবধানে জিতছে।

রোববার রাতে ওয়েম্বলিতে লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে খেলতে নেমেছিল চেলসি। দুই জায়ান্টের লড়াইয়ে স্বাভাবিকভাবেই কেউ চেলসির বড় জয় প্রত্যাশা করেনি। কিন্তু ম্যাচে স্পার্সদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে। আর তাতেই কাকতালীয় ব্যাপারটি আরও বেশি দৃষ্টিগোচর হয়।

ইংলিশ লিগে এখন পর্যন্ত পাঁচটি করে ম্যাচ খেলেছে দলগুলো। গত ১৪ আগস্ট প্রথম গেমউইকে চেলসি মোকাবেলা করে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সে ম্যাচে ৩-০ গোলে জয় পায় দলটি। একই দিনে নরউইচ সিটির বিপক্ষে মাঠে নামে লিভারপুল। তারাও একই ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

দ্বিতীয় গেমউইকে বার্নলির বিপক্ষে মাঠে নামে অলরেডরা। এবার তাদের জয় ২-০ গোলের ব্যবধানে। পরদিন লিগের অন্যতম প্রতিপক্ষ আর্সেনালের বিপক্ষে মাঠে নামে চেলসি। কিন্তু লিভারপুলের মতোই একই ব্যবধানে জয় পায়।

তৃতীয় গেমউইকে এবার মুখোমুখি হয় এ দল দুটি। নিজেদের মধ্যকার ম্যাচটি তারা ১-১ গোলে ড্র করে।

চতুর্থ গেমউইকে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় চেলসি। পরদিন লিড ইউনাইটেডের মাঠে মোকাবেলা করে লিভারপুল। তারাও ম্যাচটি জিতে নেয় ৩-০ গোলের ব্যবধানেই।

আর দুদিন আগে পঞ্চম গেমউইকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-০ গোলে লিভারপুলের জয়ের পরই আলোচনায় আসে চেলসিও কি একই ব্যবধানে জয় পাবে?

প্রতিপক্ষ টটেনহ্যাম হওয়ায় এমন আশাটা করেননি অনেকেই। এমনকি ম্যাচের প্রথমার্ধে কোনো গোলও হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় দলটি। আট মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় ব্লুজরা। ম্যাচের ফলাফল এটাই হবে বলে মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে রুডিগারের গোলে আগের দিনের লিভারপুলের জয়ের কথা মনে করিয়ে দেয় দলটি।

ফলে লিগের পয়েন্ট টেবিলে দুই দলেরই পয়েন্ট সমান ১৩। দুই দলই সমান ১২টি করে গোল করে। এমনকি হজমও করে সমান ১টি করে। মুখোমুখি লড়াইয়েও জয় পায়নি কেউ। তবে ইংলিশ বর্ণমালায় চেলসির নামটি আগিয়ে থাকায় আপাতত শীর্ষে আছে তারাই।

অবশ্য এ দুই দলের সমান ১৩ পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডেরও। একটি গোলও (১৩ গোল) বেশি তাদের। তবে ৪টি গোল হজম করেছে তারা। ফলে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে দলটি। তবে সবমিলিয়ে লড়াইটা বেশ জমে উঠেছে।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

2h ago