কলকাতার একাদশে জায়গা হবে সাকিবের?

Shakib Al Hasan
ছবি: বিসিসিআই

স্থগিত হওয়ার আগে এবারের আইপিএলের প্রথম প্রথম অংশে তিন ম্যাচে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি সাকিব আল হাসান, স্বাভাবিক কারণেই কলকাতা নাইট রাইডার্স একাদশে জায়গা হারিয়েছিলেন তিনি। লম্বা সময় পর শুরু হতে যাওয়া দ্বিতীয় অংশে বাস্তবতা অবশ্য অনেকটাই বদলেছে। তবে একাদশে জায়গা পেতে সাকিবের সামনে এখনো তবু কঠিন চ্যালেঞ্জ।

সোমবার রাতে আবুধাবিতে আইপিএলে দ্বিতীয় দফায় নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামবে কলকাতা।  ৭ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে সাত নম্বরে পড়ে থাকা দলটির সেরা কম্বিনেশন বেছে নেওয়াও এখন সহজ নয়।

বিশেষ করে বোলিং আক্রমণে বেশ কিছু চিন্তা ভাবনার দিকে যেতে হতে পারে তাদের। চার বিদেশের দুজনের একাদশে থাকা নিয়ে কোন প্রশ্ন নেই। ওয়েন মরগ্যান তো অধিনায়কই, শেষ মুহূর্তে কোন চোট সমস্যা না থাকলে আন্দ্রে রাসেল নিশ্চিত পছন্দ। বাকি দুই জায়গার মধ্যে একজন পেসার ও একজন স্পিনার নিতে হবে। দুই কিউই পেসার লুগি ফার্গুসেন ও টিম সাউদির মধ্যে যেকোনো একজন থাকবেন।

বিদেশি স্পিনিং অলরাউন্ডার স্পটে সাকিব নাকি সুনিল নারাইন, এই নিয়েই যত কৌতূহল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে বল হাতে বেশ ভালো সময় কেটেছে সাকিবের। উঠে এসেছেন বোলারদের আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে দারুণ করেছেন নারাইনও। তবে ব্যাট হাতে দুজনের সময়টাই তেমন ভাল কাটছে না।

এই জায়গায় এক বিন্দুতে থাকা দুই ক্রিকেটারের মধ্যে সাকিব এগিয়ে যেতে পারেন প্রতিপক্ষের টিম কম্বিনেশনের কারণে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশের  প্রথম ছয় ব্যাটসম্যানের কেবল একজন বাঁহাতি- দেবদূত পাড়িকাল। এছাড়া শেষ দিকে থাকতে পারেন বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদ।

এই কারণে একজন অফ স্পিনার না খেলিয়ে বাঁহাতি স্পিনার নেওয়ার ক্রিকেটীয় যুক্তি শক্ত। এক ঝাঁক ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনাই তাই বেশি।

একাদশে সুযোগ পেলে জায়গা ধরে রাখাও চ্যালেঞ্জের হবে সাকিবের। কারণ স্থগিত হওয়ার আগে এবারর আসরে তার পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। তিন ম্যাচ খেলে ব্যাট হাতে তিনি করেন কেবল ৩৮ রান, ওভার প্রতি আটের বেশি রান দিয়ে বোলিংয়ে নেন ২ উইকেট।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে কলকাতা-বেঙ্গালুরুর ম্যাচ।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ওয়েন মরগ্যান(অধিনায়ক), সুনিল নারাইন/সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, শিভম মাভি/ কমলেশ নাগরকুটি, লুকি ফার্গুসেন/ টিম সাউদি, বরুণ চক্রবর্তী, প্রসিদ কৃষ্ণ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাড়িকাল, রজত পাতিদর, গ্লেন ম্যাক্সওয়েল, এবিডি ভিলিয়ার্স, ভানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজভেন্দ্র চেহেল।

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

1h ago