বিনোদন

১০ বছর আগে হলে পালিয়ে যেতাম: আঁখি আলমগীর

প্রথমবারের মতো ফোক গান পরিবেশন করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। ফোক স্টেশন সিজন- ৪ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তিনি ৬টি ফোক গান গাইবেন।
ছবি: স্টার

প্রথমবারের মতো ফোক গান পরিবেশন করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। ফোক স্টেশন সিজন- ৪ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তিনি ৬টি ফোক গান গাইবেন।

গানগুলো হলো -আইছে দামান সাহেব মিয়া, বসন্ত আসিল সখি, হায় বাঙালি, সাগর কূলের নাইয়া, হলুদ বাটো মেন্দি বাটো,বন্ধু কাজল ভ্রমরা রে।  আগামী ২৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

আঁখি আলমগীর আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই অনুষ্ঠানে ফোক গান গাওয়া প্রথম আধুনিক গানের শিল্পী আমি। এর আগে কেউ এখানে ফোক গান গেয়েছেন বলে জানা নেই। এটিকে  চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। ১০ বছর আগে হলে পালিয়ে যেতাম। এই গানের অনুষ্ঠান করতাম না। এই অনুষ্ঠানের প্রযোজক ও সংগীত পরিচালকের জন্য এটা সম্ভব হয়েছে। তাদের কথায় আমি বিশ্বাস ও  সাহস পেয়েছি। '

আঁখি আলমগীর। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'এখানে আমার পছন্দের ফোক গানগুলো গাইতে চেষ্টা করেছি। আমি যে শুধু আধুনিক গানের চর্চা করিনি, অন্য গানও গাইতে পারি- অনুষ্ঠান দেখলে মানুষ তা বুঝতে পারবে। ফোক গান গাওয়া আমার জন্য চ্যালেঞ্জ ছিল। আমার গানের অ্যালবামে দু-একটা ফোক গান ছিল। কিন্তু, সেগুলো এভাবে গাইনি।'

জে কে মজলিশের সংগীত পরিচালনায় এবং নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভি ফোক স্টেশন প্রচারের পর গানগুলো আরটিভির  মিউজিক চ্যানেলে থাকবে।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

10h ago