স্কুল খুলেছে

স্কুল খুলেছে, স্কুল খুলেছে, স্কুল গিয়েছে খুলে! হুড়োহুড়ি লেগে গেছে বেঞ্চি এবং টুলে। বেঞ্চি দিলো কড়া ধমক, সুর মেলাল টুলও জলদি সরো শরীর থেকে, দেড় বছরের ধুলো! থাকার কথা পথে-ঘাটে, ক্লাসরুমে কী কাজে? হুড়মুড়িয়ে ঢুকবে সবাই ঘণ্টা যদি বাজে।

স্কুল খুলেছে, স্কুল খুলেছে, স্কুল গিয়েছে খুলে!
হুড়োহুড়ি লেগে গেছে বেঞ্চি এবং টুলে।
বেঞ্চি দিলো কড়া ধমক, সুর মেলাল টুলও
জলদি সরো শরীর থেকে, দেড় বছরের ধুলো!

থাকার কথা পথে-ঘাটে, ক্লাসরুমে কী কাজে?
হুড়মুড়িয়ে ঢুকবে সবাই ঘণ্টা যদি বাজে।

বলল চেয়ার, 'স্যার বসবে', মুছবে আমায় আগে
টেবিল শুনে কয়েক মিনিট গজগজালো রাগে।
ধুলোয় মলিন ফ্যান বলল, এই গরমে ঘামে
বাচ্চাগুলো কাহিল হলে ডুববে তো বদনামে!

জলদি আমায় মুছে ফেলো, অন্য সবাই পরে
অলস বসে থাকলে আমার মনটা কেমন করে!
বাইরে থেকে বলল বাতাস, যাচ্ছ আমায় ভুলে?
আমিও ভাই ঢুকব ক্লাসে, জানলাটা দাও খুলে!

দাবি নিয়ে হাজির হলো ডাস্টার এবং চকে
ব্ল্যাকবোর্ড চাই পুরোপুরি ঝকঝকে তকতকে।
বোর্ডে যদি না লেখা যায় আসবে ছেলেপুলে?
কারোরই নাই খেয়াল? বাপু, স্কুল গিয়েছে খুলে!

চলল ব্যাপক ধোয়া-মোছা, শেষ করে প্রস্তুতি
স্কুলের মুখে উঠল ফুটে দারুণ খুশির দ্যুতি।

Comments

The Daily Star  | English

Jashore records year's highest temperature at 43.8°C

The year's highest temperature of 43.8 degrees Celsius was recorded in the southwestern district of Jashore this afternoon

1h ago