এশিয়া

১০৭ বছরের যমজ বোন

জাপানের যমজ বোন ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামার বয়স ১০৭ বছর ৩৩০ দিন। তারা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।
জাপানের যমজ বোন ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামা। ছবি: সংগৃহীত

জাপানের যমজ বোন ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামার বয়স ১০৭ বছর ৩৩০ দিন। তারা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।

আজ বুধবার সৌদি আরব-ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে গত সোমবার ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

সুমিয়ামা গত এপ্রিল থেকে ও কোদামা তার ১০৬ বছর বয়স থেকে আলাদা রেস্ট হোমে থাকছেন। চলমান করোনা মহামারির কারণে তত্ত্বাবধায়কের মাধ্যমে তাদের সনদ হস্তান্তর করা হয়েছে।

ইউমেনো সুমিয়ামা ও কোওমে কোদামা ১৯১৩ সালের ৫ নভেম্বর জাপানের শোদো দ্বীপে জন্মগ্রহণ করেন। পরিবারে ১১ সন্তানের মধ্যে সুমিয়ামা তৃতীয় ও কোদামা চতুর্থ।

৪ সন্তানের জননী সুমিয়ামা এখনও শোদো দ্বীপে বসবাস করছেন এবং ৩ সন্তানের জননী কোদামা বাস করছেন কিউশু দ্বীপের ওইতা শহরে।

এর আগে, জাপানের কিন নারিতা ও জিন কানিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক যমজ বোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাদের বয়স ১০৭ বছর ১৭৫ দিন।

সুমিয়ামা ও কোদামা তাদের আগে নারিতা ও জিন কানির রেকর্ড সম্পর্কে জানতেন। তাদের মাধ্যমে নারিতা ও জিন কানির রেকর্ড ভেঙে যাওয়ায় তারা এ নিয়ে রসিকতাও করেন।

এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আছেন জাপানের কানে তানাকা। এই নারীর বয়স ১১৮ বছর।

Comments