মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৬.৮৮ শতাংশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিন করোনা আক্রান্তে কোনো মৃত্যু হয়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন ও নেত্রকোণার ২ জন আছেন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯১ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), ঈশ্বরগঞ্জ উপজেলার সুজলা (৩০), নেত্রকোণা সদরের ইমরান হোসেন (৫০) ও পূর্বধলা উপজেলার নজরুল ইসলাম (৫০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১৩ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৩ জন।

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

7h ago