ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম উৎসব

পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, শাড়ি আর ঢোল মাদলের তালে তালে রিমঝিম নাচ। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গানে মুখরিত চারপাশ। ধান রোপণের পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের অফুরন্ত অবসর। বহুকাল ধরে সেই ভাদ্র মাসে আসে কারাম উৎসব। এটি মূলত বৃক্ষ পূজার উৎসব।

এ বছর নওগাঁ জেলার মহাদেবপুর ডাক বাংলো মাঠে কারাম উৎসবে মেতেছিল সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুন্ডা, ওরাও, বেদিয়া, সাঁওতাল, খারিয়াসহ বিভিন্ন জাতিসত্তার ২০টি সাংস্কৃতিক দল।

কারাম উৎসবের নানা প্রথা, ধর্মীয় আচার ও এর উদযাপন নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।

Comments

The Daily Star  | English
rally demanding ban on awami league in Dhaka

Blockade at Shahbagh demanding AL ban

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

5h ago