প্রবাসে

সৌদিতে ক্রেন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে ক্রেন থেকে ছিটকে পড়ে নোয়াখালীর বাসিন্দা এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।
মো. শেখ ফরিদ আরজু। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্রেন থেকে ছিটকে পড়ে নোয়াখালীর বাসিন্দা এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াদের আল দোয়াদমি এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শেখ ফরিদ আরজু (২৫) কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রহিম কোম্পানি বাড়ির মো. আবদুল হালিমের ছেলে।

আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন চরহাজারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের সবুজ। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়িতে বইছে শোকের মাতম।

আবুল খায়ের সবুজ জানান, ১ বছর আগে জীবিকার তাগিদে আরজু প্রবাসে যান। প্রবাসে বৈদ্যুতিক কাজ করতেন তিনি। শনিবার দুপুরে তিনি প্রতিদিনের মতো ক্রেনে উঠে কাজ করছিলেন। এসময় আকস্মিক ক্রেন থেকে ছিটকে পড়ে তিনি গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Comments

The Daily Star  | English
Govt reduces fuel price

Diesel price hiked by Tk 1 per litre, petrol and octane by Tk 2.50

The government has hiked the diesel price by Tk 1 per litre, and petrol and octane prices by Tk 2.50 per litre

35m ago