ফ্লাইওভার যেখানে গরুর বিচরণভূমি

রাজশাহীর প্রথম ফ্লাইওভারের নির্মাণ কাজ গত তিন মাস ধরে বন্ধ। আর এই ফাঁকে স্থানীয় খামারিদের গরুর বিচরণভূমিতে পরিণত হয়েছে নির্মাণাধীন রাস্তা ও ফ্লাইওভার।

রাজশাহীর প্রথম ফ্লাইওভারের নির্মাণ কাজ গত তিন মাস ধরে বন্ধ। আর এই ফাঁকে স্থানীয় খামারিদের গরুর বিচরণভূমিতে পরিণত হয়েছে নির্মাণাধীন রাস্তা ও ফ্লাইওভার।

বারবার নকশা পরিবর্তনের কারণে ফ্লাইওভার ও পাঁচ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের কাজ গত ৮ বছরেও শেষ করতে পারেনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।

রাজশাহীর প্রথম ফ্লাইওভারের নির্মাণ কাজে ধীর গতি নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

10h ago