ফকির আলমগীরের নামে সড়ক

ফকির আলমগীর্ ছবি: স্টার ফাইল ফটো

একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের নামে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কের নামকরণ করা হচ্ছে।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব আজ সোমবার দুপুরে বিষয়টি দ্য  ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন,  'গতকাল আমরা এই সংবাদ পেয়েছি। বিষয়টা আমাদের জন্য অনেক ভালো লাগার। সেই সড়কটিই বাবার নামে হচ্ছে যেখানে তিনি জীবনের অনেকটা সময় কাটিয়েছেন।'

গতকাল রোববার গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন সভায় সড়কটির নামকরণের ঘোষণা দেওয়া হয়েছে।

ফকির আলমগীর গত ২৩ জুলাই মারা গেছেন। তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।

Comments

The Daily Star  | English
NCP protest at Baitul Mukarram demanding AL ban

NCP rally underway at Baitul Mukarram demanding AL trial, ban

The rally, organised by the Dhaka metropolitan unit of the NCP, began at 3:00pm

3h ago