প্রধানমন্ত্রীর জন্মদিনে কয়েকটি নতুন গান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে কয়েকটি নতুন গান লেখা হয়েছে। গানগুলো বেতার ও টেলিভিশনে প্রচারিত হবে। পাশাপাশি অনলাইনে পাওয়া যাবে গানগুলো।
ছবি: বাসস ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে কয়েকটি নতুন গান লেখা হয়েছে। গানগুলো বেতার ও টেলিভিশনে প্রচারিত হবে। পাশাপাশি অনলাইনে পাওয়া যাবে গানগুলো।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক সুজেয় শ্যাম ৫টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানগুলো প্রধানমন্ত্রীর জন্মদিনে বাংলাদেশ বেতারে দিনব্যাপী প্রচারিত হবে।

বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের পক্ষ থেকে শিল্পী নির্বাচনের পর গানগুলো গেয়েছেন ইউসুফ আহমেদ খান (দুঃস্বপ্নের ঘোর কেটে), নিশীতা বড়ুয়া-সাব্বির জামান (বাংলার ঘরে ঘরে পথ ঘাট প্রান্তরে), প্রিয়াংকা (বাবা বেঁচে থাকলে), দিনাত জাহান মুন্নী-হৈমন্তী রক্ষিত (আপনও মহিমাতে তবুও বাংলাদেশ) ও কামাল আহমেদ (বঙ্গবন্ধু বঙ্গমাতা বঙ্গকন্যা তুমি)।

দেশের স্বনামধন্য ৩ কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম ও ফাহমিদা নবীর কণ্ঠে 'শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন' শিরোনামের একটি গান ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটির গীতিকার ও সুরকার বায়েজীদ খুরশীদ রিয়াজ।

সেরাকণ্ঠ জয়ী কণ্ঠশিল্পী ঝিলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে 'শুভ জন্মদিন' শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করেছেন। এর সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। গানের কথা লিখেছেন জামাল হোসেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে কবি মাসুদ পথিকের কথা ও সুরে এবং আননান খানের কণ্ঠে একটি গান অনলাইনে প্রকাশিত হয়েছে।

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান। সেখানে নতুন প্রধানমন্ত্রীর জন্মদিনের গান গাইবেন কোনাল, মুন্নীসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

23m ago