অভিবাসীদের সেবার প্রক্রিয়া সহজীকরণে কাজ করছে সৌদি

সৌদি লেবার ফোরামের বৈঠকে সংগঠনের সদস্য রাষ্ট্রের মিশন প্রধানরা। ছবি: বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করতে তাদের অধিকার ও সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করছে দেশটি।

গত সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মানব সম্পদ রপ্তানিকারক দেশগুলোর অনানুষ্ঠানিক সংগঠন সৌদি লেবার ফোরামের বৈঠক হয়। এই বৈঠকে দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন উপমন্ত্রী সাত্তাম আল হারবী এ কথা বলেন।

তিনি বলেন, ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশসহ সংগঠনের আট সদস্য রাষ্ট্রের মিশন প্রধান উপস্থিত ছিলেন।

বৈঠকে গত মার্চের চালু করা লেবার রিফর্ম ইনিশিয়েটিভের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলংকা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধান তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী লেবার রিফর্ম ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের সমস্যা এবং তা কাটিয়ে ওঠার সম্ভাব্য উপায় হিসেবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন।

তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা যাতে প্রতারিত না হয় এবং চাকরি চুক্তিতে উল্লেখিত শর্ত মানা হয় সেটিই দূতাবাসের কাছে মুখ্য বিষয়।

রাষ্ট্রদূত বলেন, 'অনলাইন চুক্তি নবায়ন করার ক্ষেত্রে কখনও কখনও স্পন্সররা জোর করে কর্মীদের বাধ্য করেনে এবং নবায়ন করতে রাজি না হলে কর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে এক্সিট ভিসা দেন।'

এসব সমস্যা সমাধানে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি তিনি সৌদি লেবার ফোরামের নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

8h ago