সূচি বদল: সাফের উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ-শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের সূচিতে আনা হয়েছে বদল। আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মালদ্বীপ ও নেপালের পরিবর্তে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সাফের ১৩তম আসরের পর্দা উঠছে আগামীকাল শুক্রবার (১ অক্টোবর)। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়।

আগের সূচি অনুসারে, উদ্বোধনী ম্যাচে মাঠে নামার কথা ছিল মালদ্বীপ ও নেপালের। পরিবর্তিত সূচিতে, একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে দিনের পরের ম্যাচে অর্থাৎ বাংলাদেশ সময় রাত দশটায়।

আসরের ব্যাকি ম্যাচগুলোর সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। মালদ্বীপ ও নেপালের ম্যাচের আগে ২০ মিনিটের একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে পাঁচ দলের এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।  লিগ পর্বে প্রতিটি দল পরস্পরকে একবার করে মোকাবিলা করবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে খেলবে ১৬ অক্টোবর।

আগামী ৪ অক্টোবর সাফের সফলতম দল ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ। ৭ অক্টোবর তৃতীয় ম্যাচে অস্কার ব্রুজোনের শিষ্যদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। ১৩ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে তারা লড়বে নেপালের বিপক্ষে।

প্রতিযোগিতার আগের ১২টি আসরে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালদ্বীপ শিরোপা জিতেছে দুবার। একবার করে সেরার মুকুট উঁচিয়ে ধরার স্বাদ নিয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago