নতুন সিনেমায় পরীমনি

নতুন সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। নাট্যপরিচালক অরণ্য আনোয়ারে পরিচালনায় 'মা' সিনেমায় অভিনয় করবেন তিনি।
পরিচালকের সঙ্গে সম্প্রতি অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেছেন 'স্বপ্নজাল'-খ্যাত এই নায়িকা।
অরণ্য আনোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাজীপুরের কাপাসিয়ায় চলতি মাসেই ''মা" সিনেমার শুটিং শুরু হবে। ১৯৭১ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি।'
তিনি আরও বলেন, 'সেই সময় এক মা তার ৭ মাসের মৃত সন্তানকে নিয়ে কতটা অসহায় অবস্থায় পড়েছিলেন তাই মূলত এ সিনেমার গল্প। পরীমনিকে গল্পটি বলার পর তিনি রাজি হয়েছেন। তিনি মায়ের চরিত্রে অভিনয় করবেন।'
পরীমনি ডেইলি স্টারকে বলেন, 'কোনো পরিচালক প্রথমবার সিনেমা বানাতে চাচ্ছেন এ কথা শোনার পর ভীষণ ভালো লাগছে। অরণ্য আনোয়ারের নাটকের সঙ্গে পরিচিত আগে থেকেই। এবার তার প্রথম সিনেমায় যুক্ত হতে যাচ্ছি।'
Comments