মঞ্চ নাটক

প্রতিবন্ধীদের নিয়ে নাট্যকর্মশালা

প্রতিবন্ধীদের মূলধারার থিয়েটারে সম্পৃক্ত করতে আয়োজিত ৯ দিনব্যাপী নাট্যকর্মশালা শেষ হয়েছে। দেশের ৮টি বিভাগে এই কর্মশালা হয়।
নাট্যকর্মশালার সমাপনী দিনে আয়োজক, শিল্পী ও অতিথিরা। ছবি: সংগৃহীত

প্রতিবন্ধীদের মূলধারার থিয়েটারে সম্পৃক্ত করতে আয়োজিত ৯ দিনব্যাপী নাট্যকর্মশালা শেষ হয়েছে। দেশের ৮টি বিভাগে এই কর্মশালা হয়।

ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটারের তত্ত্বাবধানে প্রতিবন্ধী এবং থিয়েটার শিল্পীদের নিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই আয়োজন করা হয়।

ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, অভিনেতা আফজাল হোসেন, শিল্পী ঢালী আল মামুন, উপস্থাপক ফারজানা মিথিলা কর্মশালায় অংশ নেন। গতকাল আয়োজনের সমাপনী দিনে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ ও অভিনেতা ফারুক আহমেদ।

গতকাল ঢাকা থিয়েটারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটার যৌথ উদ্যোগে প্রতিবন্ধীদের মূলধারার থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে প্রতিবন্ধীদের নিয়ে নাট্যকর্মশালা শুরু করে তারা। ২০১৬ সালে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও লন্ডনের গ্রেআই থিয়েটার কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিবন্ধী শিল্পীদের দিয়ে উইলিয়াম শেক্সপিয়রের গল্প অবলম্বনে 'আ ডিফারেন্ট রোমিও অ্যান্ড জুলিয়েট' নাটকটি মঞ্চস্থ হয়।

প্রতিবন্ধী জনগোষ্ঠী কোনোভাবেই আমাদের থেকে পিছিয়ে নেই- এই বার্তা সমাজে পৌঁছে দিতে ২০১৯ সালে শুরু করা হয় 'ডেয়ার' (ডিজ্যাবিলিটি আর্টস: রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট) প্রজেক্ট। একই সঙ্গে প্রতিষ্ঠা করা হয় প্রতিবন্ধীদের জন্য প্ল্যাটফর্ম 'সুন্দরম'।

চলতি বছরে জাপানে অনুষ্ঠিত প্যারালিম্পিকে যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের প্রতিবন্ধী নাট্যকর্মীদের যৌথ প্রযোজনায় উইলিয়াম শেক্সপিয়রের 'দ্য টেম্পেস্ট' নাটকটি মঞ্চস্থ হয়।

২০২৩ সালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ৮টি বিভাগের ৮টি নাট্যদলের সঙ্গে দক্ষিণ এশিয়ার প্রতিবন্ধীদের নাট্য প্রযোজনা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক নাট্যোৎসব, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হবে বলে জানিয়েছে ঢাকা থিয়েটার।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

9h ago