আদালত ভবনে বোমা হামলা: ১ জনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

চট্টগ্রামে আদালত ভবনে বোমা হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১ আসামিকে মৃত্যুদণ্ড ও অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ctg_court_2oct21.jpg
চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে জেএমবি সদস্য জাবেদ ইকবাল। ছবি: এফএম মিজানুর রহমান/স্টার

চট্টগ্রামে আদালত ভবনে বোমা হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১ আসামিকে মৃত্যুদণ্ড ও অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বোমা মিজান ও জাবেদ ইকবাল। জাবেদ ইকবালকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড। এ ছাড়া, বোমা মিজানের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মিজান এখনো পলাতক।

বাংলা ভাইসহ এই মামলার অন্য ৩ আসামির ভিন্ন মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হওয়ায় গত ২১ সেপ্টেম্বর আদালত এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন।

২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ২ পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত আরও ১৬ জন। পুলিশ জানায়, জঙ্গি সংগঠন জেএমবি সদস্যরা এই হামলা চালিয়েছে।

ওই ঘটনায় কোতয়ালি থানায় দুটি মামলা দায়ের হয়। একটি হত্যা মামলা ও অন্যটি বিস্ফোরক আইনে মামলা হয়। মামলায় জেএমবি প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানি, জেএমবির চট্টগ্রাম বিভাগীয় কমান্ডার জাবেদ ইকবাল ও বোমা বিশেষজ্ঞ জাহিদুল ইকবাল ওরফে বোমা মিজানকে আসামি করা হয়।

২০০৬ সালের ১৮ মে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার তৎকালীন পরিদর্শক ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছরের ১৬ এপ্রিল হত্যা মামলায় আদালত অভিযোগ গঠন করেন।

Comments

The Daily Star  | English

Heatwave alert extended for 72 hours

The Met office has extended the heat alert that the ongoing heatwave is likely to persist for 72 more hours starting this morning

33m ago