'ফোনে' কাকে কী বললেন সুয়ারেজ?

বার্সেলোনার জালে বল পাঠানোর পর করজোড়ে ক্ষমা প্রার্থনাই করলেন লুইস সুয়ারেজ। যেন সাবেক ক্লাবের বিপক্ষে গোল দেওয়াই ভুল হয়ে গেছে তার। কিন্তু একটু পর কানে হাত নিয়ে ফোন করার অঙ্গভঙ্গি করেন তিনি। একই অঙ্গভঙ্গি করেন ম্যাচ শেষেও। যেন মাঠ থেকেই ফোন করে কাউকে কিছু বলছেন।

সুয়ারেজ যখন গোল দেন ঠিক তখন টিভি ক্যামেরা খুঁজে নেয় দর্শকসারীতে বসে থাকা বার্সেলোনা কোচ রোনাল্ড কোমানকে। তখন কাউকে ফোন করছিলেন তিনি। নিষিদ্ধ থাকায় ডাগআউটে বসতে না পারায় হয়তো তার সহকারীকে পরবর্তী পরিকল্পনার কথা জানাচ্ছিলেন। কাকতালীয় হলেও দুটি ব্যাপার একই সঙ্গে ঘটে।

স্বাভাবিকভাবেই সুয়ারেজের এমন উদযাপন সবার মনে কৌতূহলের সৃষ্টি করে। অদৃশ্য কলটা কি কোমানকেই করেছেন? এ কোচের উপর যে তার বেজায় রাগ। কারণ মাত্র ১ মিনিটের একটি ফোন কলেই যে বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সেরা গোলদাতাকে বিদায় বলে দিয়েছিলেন এ কোচ। এমনভাবে বিদায় যে মেনে নিতে পারেননি সুয়ারেজ।

ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই অবশ্য তা এড়িয়ে গেছেন সুয়ারেজ, 'এটা তাদের জন্য যারা জানে আমি এখনও আগের নম্বরই ব্যবহার করছি এবং এখনও আগের ফোনটাই ব্যবহার করছি। এটা কোমানের জন্য না, অবশ্যই না।'

অবশ্য সুয়ারেজের নম্বর নিশ্চিতভাবেই জানার কথা কোমানের। কারণ তাকে যে কল দিয়ে বার্সা থেকে বিদায় বলে দেওয়ার বিষয়টা নিজেই বলেছিলেন সুয়ারেজ। দুদিন আগেও সেই স্মৃতিচারণ করেছিলেন। তবে পরে এর ব্যাখ্যাটা আরও বড় করেছেন এ উরুগুইয়ান, 'যদি আপনারা জানতে চান... আমি আমার সন্তানদের সঙ্গে মজা করে এমনটা করে থাকি।'

বার্সেলোনার বিপক্ষে গোল উদযাপন না করার ব্যাখ্যাও দিয়েছেন সুয়ারেজ, 'আমি আগে থেকেই জানতাম যে আমি গোল করলে ক্ষমা চাইব। সম্মান, আবেগ, বার্সেলোনার আরেকজন ভক্ত হওয়ার কারণে, বার্সেলোনায় আমার ক্যারিয়ারের জন্য, যে (কঠিন) সময় আমার সতীর্থরা পার করছেন, যেটা কঠিন এবং ভক্তদের জন্য (উদযাপন করিনি)।'

তবে জয় পেয়ে দারুণ খুশী এ সাবেক বার্সা তারকা, 'আমি দলের জয়ে দারুণ খুশী, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় ছিল। প্রতিপক্ষ অবশ্যই বিশেষ ছিল কারণ সেখানে আমার খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে অ্যাতলেতিকোর জন্য আমার নিবেদন শতভাগ। আজ আমরা তিন পয়েন্টের জন্য সর্বোচ্চ সবকিছুই করেছি।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

5h ago