প্রত্যাশিত জয় মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

প্রত্যাশিতভাবেই উপনির্বাচনে বিজয়ী হয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনের প্রাথমিক গণনায় প্রতিটি রাউন্ডের ভোট গণনাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

আজ রোববার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২১ রাউন্ড গণনা শেষে ৫৮ হাজার ৩৮৯ ভোটে জয় নিশ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হলে এই আসনে বিজয়ী হওয়ার কোনো বিকল্প ছিল না মমতার।

এ ছাড়াও, মুর্শিদাবাদের শমশেরগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ও জঙ্গিপুর উপনির্বাচনে জাকির হোসেন এগিয়ে রয়েছেন।

গণমাধ্যমে আরও বলা হয়েছে, আজ সকাল ৮টায় ভবানীপুর উপনির্বাচনের ভোট গণনা শুরু হয় এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে। গণনাকেন্দ্রে ৩ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ভবানীপুরে মমতার বিজয়ের সংবাদে সেখানকার যদুবাবুর বাজারে ও সল্টলেকের দত্তাবাদে দল প্রধানের ছবি নিয়ে, আবির খেলে, মিষ্টি খাইয়ে বিজয়োল্লাস করছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

ভোট গণনার শুরু থেকেই কলকাতায় বিজেপির নির্বাচনী কার্যালয় ফাঁকা দেখা গেছে।

করোনা পরিস্থিতির কারণে কোনো ধরনের বিজয় মিছিল করার ওপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা রয়েছে।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

2h ago