এয়ারলাইনস ও অন্যান্য

১৯ নভেম্বর থেকে ইউএস বাংলার ঢাকা-মালে ফ্লাইট 

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ১৯ নভেম্বর সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ১৯ নভেম্বর সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউএস-বাংলা প্রাথমিকভাবে সপ্তাহে মঙ্গল, শুক্র ও রবিবার এই ৩ দিন ঢাকা-মালে রুটে ফ্লাইট পরিচালনা করবে।

সংস্থাটি জানায়, এই রুটে সব কর ও সারচার্জসহ ওয়ানওয়ে টিকেটের সর্বনিম্ন মূল্য ২৯ হাজার ৫০৮ টাকা ও রিটার্ন টিকেটসহ মূল্য ধরা হয়েছে ৪৫ হাজার ৫৪৫ টাকা।

এতে বাংলাদেশি পর্যটক ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, চেন্নাই, গুয়াংজু, ব্যাংকক এবং কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

সংস্থাটি ভবিষ্যতে কলম্বো, জেদ্দা, রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

8h ago