বাংলাদেশের চেয়ে মালদ্বীপের চ্যালেঞ্জ বেশি দেখছেন ব্রুজন

সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দলটি দারুণ ছন্দে থাকলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কাজটা বেশ চ্যালেঞ্জিং তাদের জন্য। তবে বাংলাদেশের চেয়ে মালদ্বীপের চ্যালেঞ্জটা আরও বেশি দেখছেন প্রধান কোচ অস্কার ব্রুজন। নিজেদের দর্শকদের সামনে ফাইনালে ওঠার প্রত্যাশার চাপ ও শিরোপা ধরে রাখার চাপের কারণেই তাদের চ্যালেঞ্জটা বেশি দেখছেন এ স্প্যানিশ কোচ।

সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দলটি দারুণ ছন্দে থাকলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে কাজটা বেশ চ্যালেঞ্জিং তাদের জন্য। তবে বাংলাদেশের চেয়ে মালদ্বীপের চ্যালেঞ্জটা আরও বেশি দেখছেন প্রধান কোচ অস্কার ব্রুজন। নিজেদের দর্শকদের সামনে ফাইনালে ওঠার প্রত্যাশার চাপ ও শিরোপা ধরে রাখার চাপের কারণেই তাদের চ্যালেঞ্জটা বেশি দেখছেন এ স্প্যানিশ কোচ।

'এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা একদিকে মনোযোগ দেওয়া দল, তাই আমরা একটি ম্যাচ দিয়ে এগিয়ে যাই। আমরা আবার একটি আমরা ম্যাচে জন্য পরিকল্পনা করব এবং আমাদের একটিতে বিশ্বাস রয়েছে। দ্বিতীয় বিষয় হলো, আমার মনে হয় ম্যাচটি মালদ্বীপের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং হবে। কারণ এই ম্যাচটি তাদের জন্য ফাইনালের মতো। তারা স্বাগতিক এবং টুর্নামেন্টে টিকে থাকতে পয়েন্ট হাতছাড়া করার সুযোগ তাদের নেই।' -ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ব্রুজন।

এবার আসরে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। এরপর শক্তিশালী ভারতের বিপক্ষে ১০ জনের দল নিয়েও ড্র। তাতে আত্মবিশ্বাস বেশ উঁচুতে লাল-সবুজ জার্সিধারীদের। তবে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলায় বাড়তি সুবিধা পাবে মালদ্বীপ। তার উপর বর্তমান চ্যাম্পিয়নও তারা। সাম্প্রতিক সময়ে ভারতের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে দলটি।

সবমিলিয়ে এ ম্যাচে দুই দলেরই সমান সম্ভাবনা দেখছেন বাংলাদেশ কোচ, 'আগামীকাল এটি একটি উন্মুক্ত ম্যাচ হতে চলেছে এবং উভয় দলই ম্যাচটি জেতার চেষ্টা করবে। আমরা পরের ম্যাচের জন্য আমরা মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করব। আমরা স্বাগতিক দেশ কিংবা ফিফা র‍্যাঙ্কিং নিয়ে বেশি ভাবতে চাই না। আমি মনে করি আগামীকালের ম্যাচটি ৫০-৫০ ম্যাচ হতে চলেছে। যেখানে উভয় দলেরই শক্তিশালী আক্রমণাত্মক প্রবণতা রয়েছে। তাই আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য খেলতে পারব।'

বাংলাদেশের বিপক্ষে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন তা স্বীকার করে নিয়েছেন মালদ্বীপের কোচ আলী সুজাইনও, 'এই মুহূর্তে, বাংলাদেশের ছন্দ খুবই ভালো এবং ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় তাদের মোটিভেশনও অনেক বেশি। তাই এটা আমাদের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এবং অবশ্যই আমাদের নিজেদের দর্শকদের সামনে তিনটি পয়েন্টের জন্য পারফর্ম করতে হবে।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ফলাফল কিছুটা হলেও দুশ্চিন্তার ছাপা কপালে ফেলবে ব্রুজনের। ২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশের কাছে হারেনি মালদ্বীপ। গত ১৮ বছরে তিনবার বাংলাদেশকে হারিয়েছে তারা। ২০১১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় তারা। ২০১৫ সালেও একই ব্যবধানে জয় পায় দলটি। তবে ২০১৬ সালে বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়ে দ্বীপ দেশটি। ৫-০ গোলের বিশাল জয় পায় তারা।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এ ম্যাচে দুই খেলোয়াড় রাকিব হাসান ও বিশ্বনাথ ঘোষকে পাচ্ছে না বাংলাদেশ। কার্ড সমস্যার কারণে এ ম্যাচের জন্য নিষিদ্ধ এ দুই ফুটবলার।

Comments

The Daily Star  | English
Preparing for Ramadan's Price Shocks

Power price to go up 4 times a year

The government has drawn up a plan to increase the price of electricity four times a year for the next three years to withdraw all subsidies in the power sector, which the IMF recommends.

1h ago