এবার বাবা-মায়ের পছন্দে বিয়ে করব: নোবেল

নোবেল। ছবি: শাহরিয়ার কবীর হিমেল/স্টার

সারেগামাপা থেকে পরিচিতি পাওয়া ও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত হওয়া গায়ক নোবেলকে তালাকনামার চিঠি পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। তালাকনামার পেলেও তাতে স্বাক্ষর করবেন না বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই গায়ক।

আজ বুধবার রাতে দ্য ডেইলি স্টারকে নোবেল বলেন, 'আমাকে পাঠানো তালাকনামার চিঠি পেয়েছি। কিন্তু আমি সেখানে স্বাক্ষর করিনি, স্বাক্ষর করব না। বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চাই না। তিন মাস পর তালাকনামা এমনি এমনিই কার্যকর হয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'আমি বেঁচে গেছি। এতদিনে মেরে ফেলত আমাকে। ২ বছরে বিয়ে করে মাত্র ৩ মাস সংসার করেছি। বোঝেন কেমন ছিল আমাদের সম্পর্ক। আবার দ্বিতীয় বিয়ে করব। এবার বাবা-মায়ের পছন্দে বিয়ে করব। ডিভোর্স নিয়েও একটি গান বানাব।'

নোবেল। ছবি: শাহরিয়ার কবীর হিমেল/স্টার

এর আগে, আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে সালসাবিল মাহমুদ বলেছিলেন, 'গত মাসের ১১ সেপ্টেম্বর আমি তালাক নামার চিঠি তার ঢাকার ডেমরার বাসা ও গোপালগঞ্জে গ্রামের বাড়ির ঠিকানায় পাঠিয়েছি। এখনো সেখানে স্বাক্ষর করেনি নোবেল। আমি অপেক্ষায় আছি ডিভোর্সের।'

তিনি আরও বলেন, 'নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। এসব কারণে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।'

২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো 'সারেগামাপা' অংশ নিয়ে আলোচনা আসেন এই গায়ক।

Comments

The Daily Star  | English
Rethinking policing in Bangladesh

From force to service: Rethinking policing in Bangladesh

Reform requires transforming the very meaning of policing in a democratic republic from an authoritarian order.

5h ago