বেলুচিস্তানে ভূমিকম্পে নিহত ২০

ছবি: এপি

পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

আজ বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ভূমিকম্পের পর লোকজন রাস্তায় বের হয়ে এসেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ভূমিকম্পে অবকাঠামো ভেঙে পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

কোয়েটার পূর্বে হারনাই জেলা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে অনেক কয়লা খনি রয়েছে।

বেলুচিস্তানের অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী মির জিয়াউল্লাহ লাঙগু বিবিসিকে বলেছেন, দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

Comments