নতুন মেয়াদে বিসিবি সভাপতির তিন অগ্রাধিকার

Sheikh Hasina International Cricket Stadium
শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নকশা। বিসিবি সভাপতির প্রথম অগ্রাধিকার এই স্টেডিয়াম তৈরি

আরো এক দফা বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে তিনটি কাজ হাতে নেওয়ার কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তাতে আছে আগের মেয়াদের পূরণ না হওয়া পুরনো প্রতিশ্রুতি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনও।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নব নির্বাচিত বোর্ড পরিচালকদের সম্মিলিত রায়ে আরও এক দফায় সভাপতি হিসেবে নাজমুলকে নির্বাচন করা হয়।

আনুষ্ঠানিকতা সেরে সংবাদ সম্মেলনে এসে নাজমুল জানান শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, গঠনতন্ত্র সংশোধন ও আঞ্চলিক ক্রিকেট অ্যাসোশিয়েশন বাস্তবায়নের অগ্রাধিকার দিচ্ছেন তারা, 'আজ সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেছি অনেক কাজ বাকি। এতদিন অনেক কাজ করেছি এটা মনে করা হবে ভুল। কারণ এখন আরো কঠিন সময় আসছে। আমাদের প্রথম কাজ হলো শেখ হাসিনা স্টেডিয়াম। এটা আমাদের যতদ্রুত সম্ভব চালু করতে হবে। কারণ আমরা যে আইসিসি ইভেন্টে আবেদন করেছি সেখানে আমাদের এই স্টেডিয়াম দেখানো আছে। এটা ছাড়া কিন্তু আমরা ওই টুর্নামেন্ট পাব না। তো এটা নাম্বার ওয়ান, টপ প্রায়োরিটি।'

'পরেরটি হচ্ছে গঠনতন্ত্র, পরিচালকদের বলেছি সংবিধানে কোথায় কি পরিবর্তন আনা যায় তা বলতে বলেছি। পরের বোর্ড মিটিংয়ে তারা পরিবর্তনের মতামত উপস্থাপন করবে। আমার প্রস্তাব হলো – আমাদের এখানে এতগুলা ক্লাব অংশগ্রহণ করে  করে অথচ ক্লাবগুলোর ভোট নাই। এমন সব ভোটারের নাম দেখি ক্রিকেটের সাথে যাদের কোন সম্পর্কই নাই। এখানে একটা পরিবর্তন আসা দরকার। এটা একটা উদাহরণ দিলাম, এরকম আরো আছে।'

তৃতীয় প্রাধান্য হিসেবে বহুল প্রতীক্ষিত আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কথা বলেছেন তিনি,  'আঞ্চলিক ক্রীড়া সংস্থা তৈরি। এটার সঙ্গেই কাঠামোগত উন্নয়নের কথা এসেছে। ক্রিকেট অ্যাকাডেমি ইতিমধ্যে এক জায়গায় হয়েছে আরেক জায়গায় হচ্ছে। আর কোথায় কোথায় হবে এটা নিয়ে প্রস্তাব করেছি। আর বয়স ভিত্তিকের জন্য ডেডিকেটেড অ্যাকাডেমি হবে।'

'এখানে আমি প্রস্তাব রেখেছি যে – উন্নত অ্যাকাডেমি তো কয়েকটা হবে কিন্তু তিনটা থাকবে ডেডিকেটেড। যেমন ব্যাটিংয়ের জন্য একটা থাকবে, পেসারদের  জন্য একটা আর স্পিনারদের জন্য একটা। এটা জাতীয় ক্রিকেটারদের জন্য না, ডেভেলপমেন্টের উদ্দেশ্যে। এখানে দেশী হোক বা বিদেশী হোক ডেডিকেটেড কোচ থাকবে। এছাড়া আমাদের খেলার মাঠ দরকার ৮-১০টা, যেখানে সারা বছর খেলা চালাতে পারি। সামনে আরো বেশি খেলাতে চাই। আর এই মাঠগুলো আমরা (বিসিবি) পরিচালনা করবে।'

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

3h ago