পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৮ শতাধিক যানবাহন

ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক মিলে ৮ শতাধিক যানবাহনকে নৌপথ পারাপারে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে। ছবি: স্টার

দুর্গাপূজা ও ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বাড়তি যানবাহনের চাপ পড়েছে দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়ায়।

বাড়তি যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। ফলে ব্যাহত হচ্ছে যানবাহন পারাপার।

যানবাহনের বাড়তি চাপ থাকায় ঘাট পার হতে আসা যাত্রী ও যানবাহন চালকদের নৌপথ পারাপারে বাড়ছে ভোগান্তি।

আজ শুক্রবার বেলা ১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘুরে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকাগামী সড়কের আরসিএল মোড় ছাড়িয়ে গেছে বাসের সারি। ঘাট থেকে ঢাকামুখী সড়কে ফায়ার স্টেশন পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি আছে।

এ ছাড়া, উথুলী সংযোগ মোড় থেকে আরিচামুখী সড়কে কয়েকশত ট্রাক ঘাটে আসার জন্য অপেক্ষায় আছে। ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক মিলে ৮ শতাধিক যানবাহনকে নৌপথ পারাপারে অপেক্ষমাণ থাকতে দেখা গেছে।

ট্রাকচালক আব্দুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘাটে বাস আর ছোট গাড়ির চাপে আমরা ফেরিতে উঠার সুযোগই পাই না। সারা বছরই আমাদের ঘাটে ভোগান্তি পোহাতে হয়।'

বাস, ছোট গাড়ির জন্য ট্রাক কম পার করা হচ্ছে বলেও জানান তিনি।

আরেক ট্রাকচালক সোরহাব হোসেন বলেন, 'গতকাল রাতে ঘাটে এসেছি। এখনও ফেরিতে উঠতে পারলাম না। ঘাটে গাড়ির প্রচুর চাপ। আর প্রচণ্ড গরম থাকায় গাড়িতে বসে থাকাও কষ্টকর। আধা ঘণ্টার নৌপথ পার হতে ৮ থেকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।'

ট্রাকচালকদের ভোগান্তি লাঘবে ঘাট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।

বাসের চালকরা বলেন, '২ ঘণ্টা ধরে সিরিয়ালে আছি। এখনও ফেরির দেখা পাই নাই। আশা করছি ঘণ্টা খানেকের মধ্যে ফেরিতে উঠতে পারব।'

মাগুরাগামী বাসের যাত্রী কাকলি চৌধুরী বলেন, 'দীর্ঘদিন করোনার কারণে ঘরবন্দি জীবন পার করেছি। পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি যাচ্ছি।'

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, 'ছুটির দিন এবং পূজার কারণে সকাল থেকেই ঘাট এলাকায় দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের বাড়িত চাপ আছে। তবে যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করার কারণে ঘাটে আটকে পড়ছে পণ্যবাহী ট্রাক। এতে ট্রাক চালকরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন। বাস ও ছোট গাড়িগুলো ১ থেকে ২ ঘণ্টা অপেক্ষার পর নৌপথ পারাপার হতে পারছে।'

তিনি আরও বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি আছে। যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ফেরি ভাসমান কারখানায় মেরামতে থাকায় ১৮টি ফেরি দিয়ে অপেক্ষমাণ যানবাহন পারাপার করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Tajia procession marks holy Ashura in Dhaka amid tight security

Crowds began gathering at the site from the early hours, with many attending alongside their families and children

1h ago