নির্বাচনে হেরে আইসিইউতে চেক প্রেসিডেন্ট

ভোট দিচ্ছেন চেক প্রেসিডেন্ট মিলোস জেমান। ছবি: চেক প্রেসিডেন্টের কার্যালয়ের সৌজন্যে

পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদের আকস্মিক বিজয়ে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে চেক প্রজাতন্ত্রে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরপরই অসুস্থ হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট।

গতকাল রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হুইলচেয়ারে চলাচলকারী প্রেসিডেন্ট মিলোস জেমানকে রাজধানী প্রাগের কেন্দ্রীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট অতিমাত্রায় ধূমপান ও মদ্যপান করেন।

হাসপাতালের পরিচালক গণমাধ্যমকে বলেন, 'প্রেসিডেন্ট মিলোস জেমানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাকে ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।'

প্রেসিডেন্টের অনুরোধে এর চেয়ে বেশি তথ্য না জানানোর কথাও উল্লেখ করেছেন হাসপাতাল পরিচালক।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও পানিশূন্যতায় ভুগছেন। গত মাসে তিনি ৮ দিন হাসপাতালে ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গতকাল সকালে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের সঙ্গে বৈঠকের পরপরই প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভিডিও ফুটেজে দেখা গেছে হাসপাতালে প্রবেশের সময় কর্মীরা প্রেসিডেন্টের মাথা তুলে ধরে রেখেছেন।

বিরোধীদের কাছে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী বাবিস ও তার দল এএনও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। বিরোধী জোট 'স্পোলু' পেয়েছে ২৭ দশমিক ৮ শতাংশ ভোট এবং ক্ষমতাসীন এএনও পেয়েছে ২৭ দশমিক ১ শতাংশ ভোট।

বিরোধী জোট সরকার গঠনের কথা ভাবলেও প্রেসিডেন্ট বলেছেন তিনি কোনো জোটকে নয়, বরং একক দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। যদি তাই হয়, তাহলে প্রেসিডেন্ট তার সহযোগী প্রধানমন্ত্রীকেই আবার সরকার গঠনের আহ্বান জানাবেন। কেননা, একক দল হিসেবে এএনও বেশি ভোট পেয়েছে।

নির্বাচনের আগে প্রেসিডেন্ট তার মিত্র বিলিয়নিয়ার আন্দ্রেজ বাবিসকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। ভগ্ন-স্বাস্থ্যের কারণে তিনি ভোটকেন্দ্রে যেতে পারেননি। তার কাছেই ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

38m ago