চলে গেলেন ড. ইনামুল হক

অভিনেতা, নির্দেশক ও নাট্যকার ড. ইনামুল হক মারা গেছেন। আজ সোমবার বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের বাসায় তিনি মারা যান।
ড. ইনামুল হক। ছবি: স্টার ফাইল ফটো

অভিনেতা, নির্দেশক ও নাট্যকার ড. ইনামুল হক মারা গেছেন। আজ সোমবার বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডের বাসায় তিনি মারা যান।

ইনামুল হকের জামাতা সাজু খাদেম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তার শ্বশুরের কোনো ধরনের অসুস্থতা ছিল না উল্লেখ করে সাজু খাদেম বলেন, 'তিনি বাসায় মারা যান। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।'  

নাট্যকার হিসেবে ড. ইনামুল হক'র পথচলা শুরু ১৯৬৮ সালে। প্রথম লেখা নাটকের নাম 'অনেকদিনের একদিন'। আবদুল্লাহ আল মামুন নাটকটি প্রযোজনা করেছিলেন টেলিভিশনের জন্য। এ পর্যন্ত টেলিভিশনের জন্য ৬০টি নাটক লিখেছেন তিনি।

তার লেখা আলোচিত টিভি নাটকের মধ্যে রয়েছে 'সেইসব দিনগুলি' (মুক্তিযুদ্ধের নাটক), 'নির্জন সৈকতে' ও 'কে বা আপন কে বা পর'।

মঞ্চের জন্য প্রথম নাটক লেখা নাটকের নাম 'বিবাহ উৎসব'। এটি লিখেছিলেন উদীচীর জন্যে। তার নিজ দল নাগরিক নাট্যাঙ্গনের জন্য প্রথম লেখা নাটকের নাম 'গৃহবাসী'। ১৯৮৩ সালে লেখা হয় নাটকটি। ঢাকার মঞ্চে বেশ আলোচিত নাটক এটি।

Comments

The Daily Star  | English

Dhaka, some other parts of country may witness rain today: BMD

Bangladesh Meteorological Department (BMD) has predicted rains or thunder showers in parts of the country, including Dhaka, in 24 hours commencing 9:00am today

29m ago