বিশ্বকাপে সবার আগে জার্মানি

সমীকরণটা সহজই ছিল। আর্মেনিয়া নিজেদের ম্যাচে পয়েন্ট হারালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে জয় পেলেই সবার আগে বিশ্বকাপের টিকেট মিলবে জার্মানির। এমন লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী দলটি। শেষ পর্যন্ত জয়ও এসেছে বড়। ফলে ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সোমবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের 'জে' গ্রুপের ম্যাচে উত্তর মেসিডোনিয়াকে তাদের মাঠে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে জার্মানি। দলের হয়ে জোড়া গোল পেয়েছেন টিমো ভেরনার। এছাড়া একটি করে গোল দিয়েছেন কাই হার্ভাটজ ও জামাল মুসিয়ালা।
বাছাই পর্বে এবার জার্মানি হেরেছে একটি ম্যাচ। সে হারটি ছিল এই মেসিডোনিয়ার বিপক্ষেই। গত মার্চে প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল জার্মানি। এবার তাদের মাঠে তাদের বিপক্ষে বড় জয় তুলেই সেই ক্ষতে প্রলেপ দিল দলটি।
প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের পুরো নিয়ন্ত্রণই ছিল জার্মানদের। ম্যাচে ৭৪ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। শট নেয় মোট ২৪টি। যার ১০টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে সাত শটের মাত্র লক্ষ্যে রাখতে পেরেছিল স্বাগতিকরা।
বড় জয় পেলেও এদিন ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি দলটি। যদিও এ অর্ধের যোগ করা সময়ে ভেরনারের শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিট না যেতেই এগিয়ে যায় দলটি। সার্জ নাব্রির থ্রু বল ধরে গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে ফাঁকায় থাকা হার্ভাটজকে পাস দেন টমাস মুলার। আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এ চেলসি মিডফিল্ডারের।
৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভেরনার। মুলারের ফ্লিক থেকে ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। এর তিন মিনিট না যেতেই আবার গোল পান এ চেলসি তারকা। ফ্লোরিয়ান ভিরৎজের পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক কোণাকোণি শটে জাল খুঁজে নেন চেলসির ফরোয়ার্ড।
৮৩তম মিনিটে মেসিডোনিয়ার জালে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি খেলোয়াড় মুসিয়ালা। করিম আদেইয়েমির পাস থেকে লক্ষ্যভেদ করে এ বায়ার্ন মিডফিল্ডার। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল।
এ গ্রুপের অপর ম্যাচে রোমানিয়ার মাঠে ০-১ গোলের ব্যবধানে হেরে যায় আর্মেনিয়া। তাতেই কাতারের টিকেট নিশ্চিত হয় জার্মানির। আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা।
আর্মেনিয়াকে হারিয়ে ১৩ পয়েন্ট দ্বিতীয় স্থানে আছে রোমানিয়া। মেসিডোনিয়া ও আর্মেনিয়ার পয়েন্ট ১২।
Comments