রোনালদোর হ্যাটট্রিক, লুক্সেমবার্গের জালে পর্তুগালের গোল উৎসব

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে স্তাদি আলগ্রেভে পর্তুগাল জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে
Cristiano Ronaldo
ছবি: টুইটার

জোড়া পেনাল্টিতে শুরুতেই পর্তুগালকে এগিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, শেষ দিকে দারুণ হেডে পুরো করলেন আরেকটি হ্যাটট্রিক, গোল পেলেন ব্রুনো ফার্নান্দেস আর জোয়াও পালিনিয়ো। লুক্সেমবার্গকে নিজ মাঠে পেয়ে বিধ্বস্ত করে দিল পর্তুগাল।

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বে স্তাদি আলগ্রেভে পর্তুগাল জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ইউরোপিয়ান অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের 'এ' গ্রুপে দুইয়ে আছে পর্তুগাল। ৬ ম্যাচে তাদের সংগ্রহ এখন ১৬ পয়েন্ট। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে সার্বিয়া।

খেলার শুরু থেকেই একপেশে প্রাধান্য নিয়ে খেলে পর্তুগাল ১৭ মিনিটেই আদায় করে নেয় ৩ গোল। অষ্টোম  মিনিটে বেনার্দো সিলভাকে প্রতিপক্ষের ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টিতে গোল করেন রোনালদো।

দুই মিনিট পর রোনালদোকেই বক্সের মধ্যে ফেলে দেন লুক্সেমবার্গ গোলরক্ষক। আরেক পেনাল্টিও মিস হয়নি তার। তবে গোলরক্ষক এবার বল ঠেকানোর কাছাকাছি গিয়েছিলেন।

১৭ মিনিটে সিলভার বাড়ানোর বল ধরে নিখুঁত নিশানা খুঁজে নেন ব্রুনো। পর্তুগাল পেয়ে যায় তিন নম্বর গোল।

বিরতির ৩ মিনিট আগে রোনালদোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক মরিস।

বিরতির পরও চলতে থাকি একই গতি। তবে এবার গোল পেতে কিছুটা দেরি হয়। ৫০ মিনিটে রোনালদোর শট বার ঘেঁষে বেরিয়ে যায়। ৬২ মিনিটে সুযোগ হাতছাড়া হয় ব্রুনোর। ৬৮ মিনিটে বাইসাইকেল শটে গোল প্রায় পেয়ে গিয়েছিলেন রোনালদোর। লুক্সেমবার্গ গোলরক্ষক কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন তা।

তবে রোনালদোর হ্যাটট্রিক আর আটকাতে পারেনি তারা। ৮৮ মিনিটে রুবেন নেভেসের দারুণ ক্রস থেকে ক্ষিপ্র হেডে জালের দেখা পান সময়ের অন্যতম সেরা ফুটবলার। পর্তুগালের জার্সিতে এটি রোনালদোর দশম হ্যাটট্রিক। আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যা ১১৫ তে নিয়ে গেলেন এই তারকা।

 

Comments

The Daily Star  | English

Will anyone take responsibility for traffic deaths?

The Eid festivities in April marked a grim milestone with a record number of road traffic accidents and casualties.

8h ago