কাল শিল্পকলায় মঞ্চস্থ হবে ব্যতিক্রমের ২ নাটক

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ২টি নাটক মঞ্চস্থ হবে। নাটক ২টি হলো- ‘পিছু ডাক’ এবং ‘পাখি’।
ছবি: সংগৃহীত

আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ২টি নাটক মঞ্চস্থ হবে। নাটক ২টি হলো- 'পিছু ডাক' এবং 'পাখি'।

'পাখি' নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। এতে নীতিশ চরিত্রে অভিনয় করেছেন সাইফুল ইসলাম সোহাগ, শ্যামা চরিত্রে সৈয়দা নওশীন ইসলাম দিশা, আইনজীবীর চরিত্রে মনি এবং গোপালের চরিত্রে সাজ্জাদ হোসাইন।

'পিছু ডাক' নাটকটি রচনা করেছেন শরদিন্দ্যু বন্দ্যোপাধ্যায় এবং নির্দেশনা দিয়েছেন সৈয়দ মহিদুল ইসলাম। এতে    কেশর বাইজীর চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা নওশীন ইসলাম দিশা, বিজয় চরিত্রে সাজ্জাদ হোসাইন, দাসীর চরিত্রে আফশীন, স্বামীর চরিত্রে জাস্টিস এবং মাতালের চরিত্রে অভিনয় করেছেন সাইফুল ইসলাম সোহাগ।

'পাখি' নাটকের কাহিনীতে দেখা যাবে, হারিকেন কোম্পানির সেলস রিপ্রেজেনটেটিভ নীতিশের পঞ্চম বিবাহ বার্ষিকী পালনের ইচ্ছে হয়। কিন্তু, অভাবের সংসারে বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে বাধ সাধে স্ত্রী শ্যামা। নীতিশ তার সিদ্ধান্তে অটল। বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে শেষ সম্বল প্রভিডেন্ট ফাণ্ডের টাকা তোলে সে। কিন্তু, বন্ধুরা না আসায় ভেঙে পড়ে নীতিশ ও শ্যামা। পরে নিজেদের মতো করেই দিনটি পালন করে তারা।

অন্যদিকে 'পিছু ডাকের' কাহিনীতে দেখা যাবে, অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময়ে ভারতবর্ষের একটি রেলজংশনে বসে দেবীপুরের ট্রেনের অপেক্ষায় আছেন কেশর বাইজী। সঙ্গে তার ম্যানেজার বিজয়। দেবীপুর যেতে স্টেশনে উপস্থিত হয় কিশোরী রমা ও তার স্বামী। রমা ও কেশরের কথোপকথনে উঠে আসে সংসার, স্বাধীনতাসহ অনেক বিষয়। সংসার ছেড়ে বাঈজী জীবনে এলেও স্বামী, সংসার ও মাতৃত্বের আকাঙ্ক্ষা কেশরকে এখনো পিছু ডাকে।
 

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

55m ago