আজ শনাক্ত ২.০৯ শতাংশ, মৃত্যু আরও ৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি। সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী।

একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ২ জন ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ।

এর আগে, গত ৮ অক্টোবরও ৭ মাসে সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয়েছিল।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Asphalt melting due to heat, bargain bitumen

Amid the persisting heatwave, road surface in several districts has melted due to what experts say is the use of bitumen not strong enough to withstand extreme heat.

22m ago