প্রতিমা বিসর্জন হলেও শনিবার আধাবেলা হরতাল

শুক্রবার দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার মোমিন রোডে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। ছবি: স্টার

দেশের বিভিন্ন এলাকায় মন্দির-মণ্ডপে হামলা ও হামলা চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের প্রতিমা বিসর্জন না দেওয়া ও আধাবেলা হরতালের ডাক দেয় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যরা। 

পরে প্রশাসনের অনুরোধে প্রতিমা বিসর্জন দেওয়া হলেও হরতাল চলবে বলে জানানো হয়েছে।

শুক্রবার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'চট্টগ্রামের জেএম সেন পূজামণ্ডপে হামলা চেষ্টার ঘটনায় ডাকা হরতাল আগামীকাল ১২টা পর্যন্ত চলবে।'

তিনি আরও বলেন, 'বিভিন্ন মিডিয়াতে হরতাল প্রত্যাহারের যে সংবাদ প্রচারিত হচ্ছে তা ঠিক নয়। শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে হরতাল-পরবর্তী একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।'

Comments