করোনাভাইরাস

মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। করোনায় মারা যাওয়া একজনের বাড়ি ময়মনসিংহে। উপসর্গ নিয়ে ময়মনসিংহের ২ জন ও জামালপুরের একজন মারা গেছেন।'

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ৮৯ জন। এর মধ্যে ৫ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই সময়ে ওয়ান স্টপ ফ্লু কর্নারে ৪৪ জন সেবা নিয়েছেন। তবে কেউ টেলিমেডিসিন সেবা নেননি— বলেন ডা. মহিউদ্দিন।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

3h ago