আজ শনাক্ত ১.৮৮ শতাংশ, মৃত্যু আরও ৬

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

গত ৭ মাসে এটাই সর্বনিম্ন করোনায় মৃত্যু ও শনাক্তের হার। এর আগে, গত ১৪ অক্টোবর ৭ মাসের মধ্যে সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ৭৫২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষা করে ২৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী।

একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ০৯ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Pakistan minister denies nuclear body meeting after offensive launched on India

"No meeting has happened of the National Command Authority, nor is any such meeting scheduled," he told ARY TV.

16m ago