দেশীয় ২ সিনেমার খোঁজ

‘পদ্মাপুরাণ’ ও ‘চন্দ্রাবতী কথা’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ২টি সিনেমা 'পদ্মাপুরাণ' ও 'চন্দ্রাবতী কথা' হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এরমধ্যে দ্বিতীয় সপ্তাহে চলছে 'পদ্মাপুরাণ'।

রাশিদ পলাশ পরিচালিত 'পদ্মাপুরাণ' সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরীসহ অনেকেই। সিনেমাটি সিনেপ্লেক্সের দর্শকরা বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন। দ্বিতীয় সপ্তাহে এসেও নতুন করে বেড়েছে হল সংখ্যা। স্টার সিনেপ্লেক্সের ২টি শাখা, যমুনা ব্লকব্লাস্টার, সৈনিক ক্লাব ও চট্টগ্রামের 'সুগন্ধা' সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহে চলছে এটি।

গত ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে এন রাশেদ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানের সিনেমা 'চন্দ্রাবতী কথা'। দেশের মোট ৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন দোয়েল, ইমতিয়াজ বর্ষণ, নওশাবা আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকেই।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ আজ রোববার দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথম সপ্তাহে "পদ্মাপুরাণ" দেখতে দর্শকদের মধ্যে আগ্রহ দেখেছি। অনেক ভালো সাড়া পড়েছে সিনেমাটা নিয়ে। দর্শক আসছেন, সিনেমা দেখছেন বলেই দ্বিতীয় সপ্তাহেও চলছে। "চন্দ্রাবতী কথা" মোটামুটি চলছে।'

পরিচালক রাশিদ পলাশ দ্য ডেইলি স্টারকে আজ দুপুরে বলেন, 'নতুন অচেনা অনেক মানুষের শুভেচ্ছা পাচ্ছি। অনেকেই সিনেমাটা নিয়ে কথা বলেছেন, আলোচনা-সমালোচনা যাদের জন্য সিনেমাটি বানিয়েছি তাদের কিছুটা কাছাকাছি যেতে পেরেছি। প্রথম সিনেমার মানুষের এতো ভালোবাসা পাবো ভাবিনি। পদ্মাপারের মানুষের জীবনের গল্প বলতে চেয়েছি।'

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago