সিলেটে পূজামণ্ডপে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১২

সিলেটের হাওলদারপাড়ার পূজামণ্ডপে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ রোববার এ ঘটনায় প্রায় ৩০০ আসামির বিরুদ্ধে মামলা করে পুলিশ।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটের হাওলদারপাড়ার পূজামণ্ডপে হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ রোববার এ ঘটনায় প্রায় ৩০০ আসামির বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক কাজী জামাল আহমদ বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৩ ধারাসহ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা খাঁন।

এজাহারে হাওলদারপাড়ার ভাটিবাংলা পূজামণ্ডপে হামলা এবং মণ্ডপের স্বেচ্ছাসেবক ও নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।

মণ্ডপের সিসিটিভি ফুটেজ দেখে আসামি চিহ্নিত করে রোববার ভোররাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত জালালীয়া আবাসিক এলাকা, নতুনবাজার, আখালিয়া বড়বাড়ি, মোহাম্মদীয়া আবাসিক এলাকাসহ সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জন এজাহারনামীয় হামলাকারীকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গত শুক্রবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন দুপুরে, সিলেট নগরীর হাওলপাড়ার ভাটিবাংলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে হামলা হয়।

এ সময় মণ্ডপে থাকা স্বেচ্ছাসেবক ও নিরাপত্তার দায়িত্বরত পুলিশদের উপরও হামলা চালানো হয়। পরে আইনশৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলাকারীরা মন্ডপের পাশের অন্তত ৫টি হিন্দু সম্প্রদায়ের বাড়ি এবং ৩টি ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা করে বলে অভিযোগ আছে।

Comments

The Daily Star  | English
5 banks to seek offshore banking deposits at NY campaign

5 banks to seek offshore banking deposits at NY campaign

The leading banks will arrange a dinner for expatriate Bangladeshis at New York LaGuardia Airport Marriott

1h ago